Advertisement
Advertisement
Nusrat Jahan

কলকাতার রাস্তায় ‘মেন্টাল’ নুসরত-যশ, ভিডিও শেয়ার হতেই হইচই টলিউডে

সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন যশ ও নুসরত।

Nusrat Jahan Share first day shoot video of Mental Movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 21, 2023 12:31 pm
  • Updated:July 21, 2023 12:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের আকাশ মেঘলা। অল্প স্বল্প বৃষ্টিও। কিন্তু তাতে কী! যদি মেন্টাল হয়ে ক্যামেরার সামনে আসা যায় তাহলে তো জমে যাবে! হ্য়াঁ, ব্যাপারটা ঠিক এরকমই।

Advertisement

আসল গপ্পোটা হল, বৃহস্পতিবার শহরে শুরু হল যশ ও নুসরতের নতুন ছবি ‘মেন্টালে’র শুটিং। আর সেই শুটিংয়ের ভিডিওই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন নুসরত ও যশ।

প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। আর নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। আজ্ঞে, যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]

অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কীরকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।

[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ