বিশেষ সংবাদদাতা: ‘রক্তবীজ ২’-এর হিট আইটেম সংয়ে নুসরত জাহানের নাচ যখন গোটা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঠিক সেই মুহূর্তেই নায়িকাকে ঘিরে আরেকটি খবরের গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। নানা মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ‘অর্ডার ছাড়াই বর্ডার ক্রস’ করেছেন অভিনেত্রীর ‘প্রেমিক’ যশ দাশগুপ্ত! ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ নাকি তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে ‘সহবাস’ করছেন। সব জানার পর নুসরত সিদ্ধান্ত নিয়েছেন, যশের সঙ্গে তিনি আর থাকবেন না। আর সেই কারণে আজ, ছেলের জন্মদিনে ‘একা’ কাটাবেন নায়িকা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এমনই।
শোনা গিয়েছে, যশ তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে গত পাঁচ বছর ধরেই থাকছিলেন। নুসরতকে একাধিকবার এনিয়ে একাধিক লোক বলা সত্বেও প্রেমে ‘অন্ধ’ ছিলেন অভিনেত্রী। কান দিতে চাননি। ভরসা রেখেছিলেন নিজের ভালোবাসার উপর। কিন্তু সম্প্রতি পুরোটা জানতে পারেন নুসরত। মেনে নিতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন। তারপরেই সিদ্ধান্ত নেন যে একসঙ্গে আর যশের সঙ্গে থাকবেন না। আজ অভিনেত্রীর ছেলের জন্মদিন। এই প্রথম ছেলের জন্মদিনটা ‘একা’ কাটাবেন অভিনেত্রী, এমনটাই তিনি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।
প্রসঙ্গত, নুসরত জাহান ও যশের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও সোশাল মিডিয়ায় যশের একটি পোস্ট লাইক করেছেন নুসরত এবং আনফলো করার পরও ফের একে অপরকে ফলো করেছেন। কিন্তু সম্প্রতি যা শোনা যাচ্ছে, তাতে ছেলের জন্মদিন একাই উদযাপন করবেন নুসরত। যশের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করায় যেভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, সেই ‘আইটেম’ সংয়ের হিট নিশ্চয়ই সেই ক্ষতে প্রলেপ দেবে। তারপরেও শত হলে, ভালোবাসায় ধাক্কা খাওয়ার ক্ষতে প্রলেপ লাগতে কিন্তু সময় লাগেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.