ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিভোর্সের জল্পনা উড়িয়ে উৎসবের মরশুমেই ‘কাছাকাছি’ ধরা দিয়েছিলেন যশ-নুসরত। মাসখানেক আগে তারকাজুটির বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়েছিল সিনেইন্ডাস্ট্রির অন্দরমহল। তবে পুজোর আবহে সুখী দাম্পত্যযাপনের ঝলক দেখিয়ে নিন্দুকদের মোক্ষম জবাব দেন তাঁরা। এবার যশ দাশগুপ্তের জন্মদিনে ‘মিঠে-কড়া’ দাম্পত্যের অজানা কথা ফাঁস করলেন নুসরত জাহান।
একসময়ে যশ-নুসরতের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। খবরের শিরোনামে প্রায়শই ঠাঁই পেত তাঁদের ‘বিয়ে’, এমনকী অভিনেত্রীর মাতৃত্ব নিয়েও নানা কথা। তবে কঠিন সময় পেরিয়ে তারকাজুটির সম্পর্ক এখন অনেকটাই থিতু। ছেলে ঈশানই যেন বেঁধে-বেঁধে রেখেছে তাঁদের। কিন্তু শত জল্পনা, নিন্দুকদের কটাক্ষ সত্ত্বেও এযাবৎকাল যশ-নুসরত কোনদিনই তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেননি! তবে সঙ্গীর জন্মদিনের আদুরে শুভেচ্ছাবার্তায় এবার আগল খোলা নুসরত জাহান। দাম্পত্য অশান্তি থেকে শক্ত করে একে-অপরের হাত ধরে গোটা দুনিয়ার সঙ্গে কীভাবে যুঝে চলেছেন তাঁরা? সেকথাই ধরা পড়ল অভিনেত্রীর দেওয়া শুভেচ্ছাবার্তায়।
একসময়ে যে জুটি নিয়মিত সোশাল পাড়ায় দুষ্টু-মিষ্টি সম্পর্কের ঝলক দেখাতেন, মাসখানেক ধরে সেই ‘স্বাদ’ থেকে ব্রাত্য ছিলেন অনুরাগীরা। আর সেই অবসরে নানা কথা শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কের ‘বদলে যাওয়া’ সমীকরণ নিয়ে! তবে শত্তুরের মুখে ছাই দিয়ে এবার ‘ফিনিক্স পাখি’র মতো নিজেদের অটুক দাম্পত্য সমীকরণের ঝলক দেখালেন নুসরত জাহান। সেসব ফ্রেমে ধরা পড়ল কখনও গঙ্গাবক্ষে তাঁদের রোম্যন্স আবার কখনও বা বিভিন্ন খুনসুটির মুহূর্ত। ক্যাপশনও ততোধিক কেতাদুরস্ত। আসলে নুসরত বরাবরই ‘ডোন্ট কেয়ার’। নিন্দে, সমালোচনা, কটাক্ষ কোনওদিনই তাঁকে টলাতে পারেনি। সাদামাটা ক্যাপশনেও সেই ধারা বজায় রাখলেন আর একইসঙ্গে তাঁদের দাম্পত্য নিয়ে কৌতূহলও মেটালেন।
‘বার্থডে বয়’ যশের উদ্দেশে নুসরত লিখেছেন, “সারা পৃথিবীর সঙ্গে একজোট হয়ে লড়াই করা থেকে আমাদের একে-অপরের সঙ্গে লড়াই করা (এসবের মাঝেই এখনও সম্পর্ক অটুট )। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখও দিয়েছি। ঝগড়া, অশান্তি করতে আমরা রীতিমতো পারদর্শী। আমার ‘প্রিয় মাথাব্যথার কারণ’ আজ এই বিশেষ দিনে তোমার শান্তি এবং সাফল্য কামনা করছি। শুভ জন্মদিন> এক পৃথিবী শুভেচ্ছা রইল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.