Advertisement
Advertisement

Breaking News

Shakib Khan

মুখোশের আড়ালে ‘তাণ্ডব’ চালালেন শাকিব! প্রকাশ্যে সিনেমার ঝলক

'তুফান' তোলার পর এবার 'তাণ্ডব' লীলা সুপারস্টার শাকিবের।

Official forecast of Taandob a high-voltage film featuring Shakib Khan

'তাণ্ডব' ছবিতে শাকিব খান, ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 18, 2025 6:01 pm
  • Updated:May 18, 2025 6:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর পর্দায় ‘তুফান’ তোলার পর এবার ‘তাণ্ডব’ দেখাতে আসছেন সুপারস্টার শাকিব খান। শাকিবের ছবি মানেই তাতে এক আলাদা স্বাদ পান দর্শক। নতুন ছবির অপেক্ষাতেও থাকেন তাঁরা। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ইদে মুক্তি পাবে শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’। রবিবার প্রকাশ্যে এল এই ছবির ঝলক। ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতে অন্য অবতারে দেখা গেল শাকিবকে। শুধু তাই নয় শাকিবের পাশাপাশি এখানে এক ঝলক দেখা গিয়েছে জয়া আহসানকেও।

Advertisement

 

ভিডিওর শুরুতে দেখা যায় মুখে মুখোশ পরে তাঁকে তাণ্ডবলীলা চালাতে। শাকিবের মুখ তাতে অস্পষ্ট। তবে কিছুক্ষণ পরেই নিজের মুখোশ খোলেন শাকিব। আর তারপরেই সামনে আসে মুখোশের আড়ালে শাকিব খানের ভয়ংকর সেই চেহারা। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনায় রয়েছে এসভিএফ, আলফা আই ও চরকি।

ছবির এই ঝলক প্রকাশ্যে আসার পরে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে নিজের অনুরাগীদের তাঁদের আগামী ছবি নিয়ে জানিয়েছেন সুপারস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফি। এর আগেও তাঁদের জুটি দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। ‘তাণ্ডব’-এর আগে তাঁদের ছবি ‘তুফান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে বিপুল সাফল্য পেয়েছিলেন শাকিব। ব্লকবাস্টার হয় ‘তুফান’। এবার নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে প্রত্যাশায় বুক বাঁধছেন শাকিব ভক্তরা। এই সিনেমায় জয়ার উপস্থিতিও বাড়তি আকর্ষণ বলে মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ