সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি ‘অঙ্ক কি কঠিন’, যা বড় পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকের মন জিতে নিয়েছিল। গত ২৩ মে মুক্তি পেয়েছিল রানা সরকার প্রযোজিত সৌরভ পালোধি পরিচালিত এই ছবি। বড় পর্দায় রমরমিয়ে চলার পর যা এবার আসছে ওটিটিতে। যদিও এই ছবি মুক্তির পর প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন যে, ছবির স্বার্থেই তা ওটিটিতে মুক্তি পাবে না। শুধু মাত্র যাতে সিনেমাহলে এসে দর্শক ছবি দেখে এবং ব্যবসার নিরিখে ছবি এগিয়ে থাকে তাই এই সিদ্ধান্ত ছিল পরিচালকের। এবার সেই সিদ্ধান্তে হল বড়সড় রদবদল।
সম্প্রতি হইচই’র সোশাল মিডিয়াতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে এবার ‘অঙ্ক কি কঠিন’ ছবি আসছে হইচই টিভিতে। এই বিষয়ে বিশদে জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল প্রযোজক রানা সরকারের সঙ্গে। তিনি এই খবর নিশ্চিত করেন। ‘অঙ্ক কি কঠিন’-এর ওটিটিত মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ৮ আগস্ট থেকে হইচইতে দেখা যাবে এই ছবি।”
View this post on Instagram
প্রসঙ্গত, এই ছবির মূল চরিত্র তিন খুদে, যাদের স্বপ্ন একটা হাসপাতাল খোলা। তাও আবার কোথায়? আব্বুলিশ বাড়িতে। আববুলিশ বাড়িটা কী? আব্বুলিশ বাড়ি হল মাঝপথে আটকে যাওয়া একটা বহুতল যা আইনি জটিলতার কারণে পুরসভার অনুমোদন পায়নি। কাঠামোটুকু হয়েছে কিন্তু দরজা জানালা নেই। তিন খুদের একজনের স্বপ্ন ডাক্তার হওয়া একজন ইঞ্জিনিয়ার এবং আরেকজনের ইচ্ছে নার্স হওয়ার- ঋদ্ধিমান তপময় আর গীতশ্রী, তিনজনের অভিনয় অত্যন্ত সাবলীল এবং প্রাণবন্ত যা ছবির শেষ পর্যন্ত দর্শককে মাতিয়ে রাখে। ওদের এই হাসপাতাল তৈরির আবর্তে গল্পের অন্যান্য চরিত্রগুলো ঘুরে ফিরে আসতে থাকে। অতিমারির পর বন্ধ হয়ে যাওয়া স্কুল, সিন্ডিকেট, রাজমিস্ত্রির জোগাড়ে, লোকের বাড়ি কাজ করতে যাওয়া পরিচারিকা কিংবা পেটের দায় শরীর বিক্রি করা এক মহিলা, হিন্দু-মুসলিমের বেপরোয়া প্রেম- এমন আরও অনেক কিছুর আবর্তে ঘুরতে ঘুরতে এই ছবির পথ চলা। শঙ্কর দেবনাথ, সঞ্জিতা, পার্নো মিত্র, ঊষসী, দীপান্বিতা প্রমুখের অভিনয় এই ছবির সম্পদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.