Advertisement
Advertisement
Arijit Singh

দেশে যুদ্ধের জিগির, অপারেশন সিঁদুরের মাঝে বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের

সোশাল মিডিয়া পোস্টে কী জানালেন অরিজিৎ?

Operation Sindoor: Arijit Singh postpones Abu Dhabi concert
Published by: Sayani Sen
  • Posted:May 8, 2025 7:00 pm
  • Updated:May 8, 2025 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে যুদ্ধের জিগির। তার মাঝে বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের। আবু ধাবির অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন তিনি। এর আগে চেন্নাইয়ের অনুষ্ঠানও বাতিল করেছিলেন গায়ক।

ইনস্টাগ্রামে বৃহস্পতিবার অরিজিৎ সিংয়ের টিমের তরফে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করে। সোশাল মিডিয়ায় জানানো হয়, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিজিৎ সিংয়ের আবু ধাবির লাইভ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহযোগিতার প্রশংসা করি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করব।” ওই অনুষ্ঠানের প্রায় সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ওই টিকিটেই পরবর্তী দিনক্ষণে অনুষ্ঠান দেখা যাবে। আর না হলে আগামী সাতদিনের মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। আগামী ১২ মে থেকে শুরু হবে টিকিটের টাকা বিক্রির প্রক্রিয়া।

এর আগে গত ২৭ এপ্রিলের চেন্নাইয়ের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ। পহেলগাঁওয়ের জঙ্গিহানায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতি জারি করে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার কথা ঘোষণা করা হয়। আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়ক এবং তাঁদের সিদ্ধান্তকে কুর্নিশ জানান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement