Advertisement
Advertisement

Breaking News

Pakistani Content

অপারেশন সিঁদুর আবহে কঠোর কেন্দ্র, ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ছবি ও সিরিজ

এর আগে পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করে ভারত।

Operation Sindoor: India's all streamers to stop broadcasting Pakistani content
Published by: Sayani Sen
  • Posted:May 8, 2025 5:47 pm
  • Updated:May 8, 2025 6:36 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: দেশে যুদ্ধের জিগির। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে আরও কঠোর কেন্দ্র। পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ ভারতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বিবৃতি জারি করা হয়।

Advertisement

ওই বিবৃতিতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্টের সম্প্রচার বন্ধ করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও লাগাতার নেটপাড়ায় কটাক্ষের শিকার তাঁরা। উপরন্তু বলিউডের ফিল্ম সংগঠনগুলির তরফে পাক তারকাদের চিরতরে ভারতীয় বিনোদুনিয়ায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর জারি রেখেছে ভারত। যদিও তার প্রতিবাদ করেন পাকিস্তানি তারকারা। তা নিয়ে অবশ্য সমালোচনার শিকার হতে হয় শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবির সুবাদে জনপ্রিয়তা পাওয়া পাক মুলুকের নায়িকা মাহিরা খান। কাজেও কোপ পড়েছে তাঁর। আর এবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে নিষিদ্ধ পাকিস্তানের ছবি, গান, ওয়েব সিরিজও। তার ফলে স্বাভাবিকভাবে পাক বিনোদুনিয়া যে মুখ থুবড়ে পড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement