Advertisement
Advertisement
Iman Chakraborty

অস্কারে ইমনের বাংলা গান, ‘জগন্নাথের আশীর্বাদ…’, ‘সারেগামাপা’র শুটিংয়ের ফাঁকেই প্রতিক্রিয়া গায়িকার

জাতীয় পুরস্কার আগেই জিতেছেন। এবার অস্কারের দৌড়ে গায়িকা। বিশ্বমঞ্চে 'ইমন রাগ'।

Oscars 2025: Iman Chakraborty's Bengali song 'Iti Maa' in Oscars Song Race Contains 89 Songs
Published by: Suparna Majumder
  • Posted:December 3, 2024 1:06 pm
  • Updated:December 11, 2024 3:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পুরস্কার আগেই জিতেছেন। এবার অস্কারের (Oscars 2025) পালা। বিশ্বমঞ্চে ‘ইমন রাগ’। সারা বিশ্বের সেরা ৮৯ গানের মধ্যে ঠাঁই পেল বাঙালি সঙ্গীতশিল্পীর বাংলা গান। রিয়ালিটি শো ‘সারেগামাপা’-র শুটিংয়ের ফাঁকে সংবাদ প্রতিদিন ডিজিটালকে প্রতিক্রিয়া দিলেন শিল্পী।

Advertisement

Iman Chakraborty conducted special show at Mahajati Sadan

‘সারেগামাপা’-র সেটে যাওয়ার পথেই খবরটি পেয়েছিলেন ইমন। রিয়ালিটি শোয়ের শুটিংয়ের ফাঁসে সেকথা জানিয়ে বললেন, “আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমার বাবা-মায়ের আশীর্বাদ, আমার স্বামীর ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথের আশীর্বাদ। আমার শ্রোতা বন্ধুদের এত ভালোবাসায় আজকে এই খবরটা আমি পেয়েছি। ভীষণ খুশি। সারা বিশ্বের সেরা গানের মধ্যে যে আমার গানটা রয়েছে আমি এটা পুরোটা ডেডিকেট করতে চাই আমার বাংলার শ্রোতা বন্ধুদের। যাঁরা আমাকে আমি বানিয়েছেন, আমি তাঁদের এটা উৎসর্গ করতে চাই।”

আগামী বছরের মার্চ মাসে আয়োজিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব। তার জন্য গোটা দুনিয়ার ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যেই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। যা তিনি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ সিনেমার জন্য গেয়েছিলেন। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়। 

সুরের জোরেই বাংলা সঙ্গীতের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আধুনিক বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান সব ধরনের সুরে সিদ্ধহস্ত শিল্পী।  তাতেই ‘আট থেকে আশি’র মনে জায়গা করে নিয়েছেন। ২০১৭ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার অস্কারের সেরাদের দৌড়ে গায়িকা। জানান, ‘সারেগামাপা’-র সেটে যাওয়ার পথে গাড়িতেই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় ফোন আসে। জানতে পারেন অস্কার বাছাইয়ের খবর। ‘সারেগামাপা’-র আরও বিচারকরা রয়েছেন তাঁরা কী বলছেন? জানিয়েছেন তাঁদের? গায়িকার জবাব, “আমি কাউকে কিছু বলিনি। খবর পেলে ভালো, না পেলে আরও ভালো।” কেন একথা বলছেন? প্রশ্ন শুনে ইমন বললেন, “আসলে খুবই অভিভূত খবরটা শুনে। নিজেরই বিশ্বাস হচ্ছে না। অদ্ভূত একটা অনুভূতি।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ