Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

‘কংগ্রেস আমলে কলমা শিখতে হয়নি’, স্বরার খোঁচায় বিজেপি সাংসদের পালটা, ‘মুসলিমরাও জ্ঞান দিচ্ছে’

পহেলগাঁও হামলা নিয়ে তুমুল তরজা নেটপাড়ায়!

Pahalgam Terror Attack: BJP MP Nishikant Dubey hits back at Swara Bhasker
Published by: Sandipta Bhanja
  • Posted:April 25, 2025 2:43 pm
  • Updated:April 25, 2025 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক ধরে বলিউডের লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকলেও স্বরা ভাস্করকে নিয়ে চর্চার অন্ত নেই! মাঝেমধ্যেই রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে চর্চার শিরোনামে বিরাজ করেন তিনি। ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকেই একাধিকবার বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়তে হয়েছে স্বরাকে। হিন্দু ধর্মগুরুদের রোষানলেও পড়েছেন অভিনেত্রী। এবার পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে কী এমন বললেন, যাঁর জন্য বিজেপি সাংসদের নিশানায় পড়তে হল স্বরা ভাস্করকে?

Advertisement

পহেলগাঁওয়ের (Pahalgam) বৈসরন উপত্যকায় নিরীহ হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছে। আবার বন্দুকের নল উঁচিতে কাউকে পাঠ করতে বলা হয়েছে কলমা। তার পর থেকেই ‘কলমা পাঠ’ নিয়ে সরগরম নেটপাড়া। অনেকেই ব্যঙ্গ করে বলেছেন, এবেলা শিখে রাখা ভালো, কবে কোথায় হুমকির মুখে পড়তে হয়! সোশাল মিডিয়ায় এমনই একটি মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক্স হ্যান্ডেলের পোস্টে, ‘কলমার শ্লোক আউড়ে বলেছেন- আজকাল কলমা শিখে নিচ্ছি, জানি না কখন প্রয়োজন পড়ে যায়!’ তার প্রেক্ষিতেই স্বরার মন্তব্য, ‘কংগ্রেস সরকারের আমলে তো কলমা শেখার দরকার পড়েনি। কিন্তু ২০১৪ সালে ‘আসল আজাদি’র পর দেখুন কী পরিস্থিতি!’ অভিনেত্রী যে এখানে বিজেপি সরকারকেই বিঁধেছেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না! স্বরার এমন মন্তব্যে ছেড়ে কথা বলেননি গেরুয়া শিবিরের সাংসদ। নিশিকান্ত দুবে পালটা দিয়ে বলেন, ‘ধর্ম পালটে মুসলিম হওয়া মানুষেরাও আজকাল জ্ঞান কপচাচ্ছে!’

গতবছর হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করার জন্য সোশাল মিডিয়ায় স্বরা ভাস্করকে নিয়ে কটাক্ষের ঝড় বয়ে যায়। জন্মসূত্রে হিন্দু হয়ে হিজাব পরায় গেরুয়া শিবিরের একাধিক নেতা কটাক্ষ করেছিলেন তাঁকে। উল্লেখ্য, ২০২৩ সালে স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে করেন স্বরা। বর্তমানে তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকে যেন আরও বেশি করে বিতর্কে জড়াচ্ছেন অভিনেত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement