Advertisement
Advertisement
Panchayat 4 trailer

ভোটমুখী ফুলেরায় যুদ্ধের ঝলক দেখাল ‘পঞ্চায়েত ৪’-এর ট্রেলার, জমছে রিঙ্কি-সচিবজির প্রেমও!

ঝাঁটা-জুতো নিয়ে মারপিট! ফুলেরার পঞ্চায়েত ভোটে কেচাল তুঙ্গে।

Panchayat 4 trailer: Manju Devi vs Kranti Devi brings fun to Phulera
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2025 3:10 pm
  • Updated:June 11, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর তিনটি সিরিজে ছক্কা হাঁকিয়ে এবার ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরতে চলেছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি। এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। কারণ ভোটের ময়দানে এবার তাঁর সম্মুখ সমরে ক্রান্তিদেবী। ‘পঞ্চায়েত ৪’-এর ট্রেলারে সেই ঝাঁজই প্রত্যক্ষ করা গেল। বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ঝলক। সেখানেই দেখা গেল মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছে! দুই পক্ষের দলবলও কম যায় না। আর মারপিটের অস্ত্রই বা কী? ঝাঁটা, জুতো, নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র।

Advertisement

Panchayat 4 teaser is out

‘পঞ্চায়েত’-এর চতুর্থ মরশুমের মতোই ফুলেরা গ্রাম এবার আরও পরিণত। পূর্ব ফুলেরা ধুঁকলেও পশ্চিম প্রান্তে পাকা ঘরবাড়ির ভিড়। তবে ইলেকট্রিক এলেও কিংবা সিসিটিভি লাগানো গেলেও গ্রামের রাস্তা এখনও সারাই করা সম্ভব হয়নি। আর সেটাই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ‘মুদ্দা’ হিসেবে বিরোধীদের ষড়যন্ত্রের মূল উপাদান। যার নেতৃত্বে ‘বনরাকস’ ওরফে ভূষণ। বরাবরই এই সিরিজ দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোর কথা বলে এসেছে। এবারও যে তার অন্যথা হবে না, সেটা ট্রেলারেই দেখিয়ে দিলেন পরিচালকদ্বয় দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়বর্গীয়। তবে এই সিজনে বিশেষভাবে নজর থাকবে রিঙ্কি এবং সচিবজির প্রেমকাহিনির দিকে। কারণ তাঁদের মধ্যে রসায়ন যে আরও জমে উঠেছে, সেটা বেশ বোঝা গেল ঝলকে।

জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব-এর পাশাপাশি ‘পঞ্চায়েত ৪’-এও থাকছেন ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ। তিনটি মরশুমে ব্যাপক সাড়া ফেলে এবার আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে এই সিরিজ। হাস্যরসের এক অনবদ্য মেলবন্ধন এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। প্রাইম ভিডিও আগেই চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। এবার মুক্তি পেল সিরিজের ট্রেলার। যা দেখে পেটে খিল ধরার জোগাড়। কমিক এলিমেন্ট সহযোগে যে এভাবে পলিটিক্যাল স্যাটায়ার দেখানো যায়, তার প্রকৃত উদাহরণ ‘পঞ্চায়েত ৪’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement