Advertisement
Advertisement
Pankaj Tripathi-Deepika Padukone

‘১৬-১৮ ঘণ্টা কাজ করে শ্রমিকে পরিণত হয়েছি’, দীপিকার পর বিস্ফোরক পঙ্কজ ত্রিপাঠী

'স্পিরিট' বিতর্কে দীপিকার পাশে পঙ্কজ ত্রিপাঠি।

Pankaj Tripathi stand beside-Deepika Padukone

ছবি: সোশাল মিডিয়া

Published by: Arani Bhattacharya
  • Posted:June 3, 2025 10:24 pm
  • Updated:June 3, 2025 10:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে সরে আসার পর থেকেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। কেউ দাঁড়িয়েছেন পরিচালকের পাশে তো কেউ আবার দীপিকার পাশে। তবে সিংহভাগ সমর্থনই বলা যায় দীপিকার পক্ষে। এই ছবিতে কাজ করার বিষয়ে বেশকিছু শর্ত রেখেছিলেন দীপিকা। সেই শর্ত পরে না মানতে চাইলে অভিনেত্রী এই ছবি থেকে বেড়িয়ে আসেন। তাঁর মধ্যে প্রধান কারণ হল শুটিংয়ের সময়সীমা নিয়ে মতবিরোধ। আট ঘণ্টার বেশি শুটিং করবেন না বলেই জানিয়েছিলেন দীপিকা। পরিবারকে সময় দিতেই তাঁর এই সিদ্ধান্ত। এবার দীপিকার পাশে দাঁড়ালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। 

দীপিকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অভিনেতা বলেছেন, “এমনটা হওয়াই কাম্য। কর্মক্ষেত্রেও ‘না’ বলত জানতে হবে। সবকিছুরই একটা সীমা বোধ থাকা দরকার। শুধুই অভিনয় না যেকোনও কর্মক্ষেত্রেই একটা প্রতিশ্রুতি থাকে। তোমার কাজ মন দিয়ে করে সেই প্রতিশ্রুতিপূরণ করা দরকার। কিন্তু তা হয়ে গেলে আর এতটুকু বাড়তি সময় দেওয়া বাঞ্ছনীয় নয়।” 

নিজের কাজের অভিজ্ঞতাও এক্ষেত্রে ভাগ করে নিয়েছেন অভিনেতা। বলেছেন, “দিনে ১৬-১৮ ঘণ্টা হয়ে যেত আমার শুটিং ফ্লোরে কাজ করতে করতে। একটা সময় সেই কাজের সময় টেনে টেনে বাড়ানো হত। যার কোনও মানে হয় না। ফ্লোরের বাকি কলাকুশলীরাও কাজে আগ্রহ হারাতেন। আমি শুধু এটাই বলতে চাই, আমরা অভিনেতারাও মানুষ। আমাদেরও একটা ব্যক্তিগত জীবন আছে।” 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement