সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুতে ‘সিট’ গঠন অসম সরকারের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবারই সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় গায়কের। বিদেশের মাটিতে ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবারই গ্রেপ্তার করা হয়েছে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। নজরে রয়েছেন গায়কের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মাও। এবার খবর, সিট-এর তরফে শুধু ম্যানেজার সিদ্ধার্থকে নয়, আরও কজনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এমতাবস্থায় অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি জানিয়েছেন পাপন।
বন্ধু মৃত্যুতে শোকাতুর পাপন। বন্ধু জুবিন গর্গকে শেষ শ্রদ্ধা জানাতে গত সোমবার গভীর রাতে মুম্বই থেকে বিমানে গুয়াহাটিতে আসেন পাপন। শেষকৃত্যের আগেও জুবিনের কফিনবন্দি দেহের সামনে আবেগপ্রবণ দেখা গিয়েছিল তাঁকে। নিজের মাথার টুপি খুলে জুবিনে কফিনের উপর রেখেছিলেন পাপন। তবে মুম্বইতে গিয়েও বন্ধুবিয়োগের শোক কিছুতেই ভুলতে পারছেন না তিনি। গায়কের সোশাল পাতায় ইতি-উতি ছড়িয়ে জুবিনের স্মৃতি। শুক্রবার আবারও জুবিন গর্গের সঙ্গে এক অতীত স্মৃতি ভাগ করে নেন পাপন। প্রয়াত বন্ধুর উদ্দেশে লিখেছেন, ‘তোমাকে খুব মিস করছি ভাই। যেখানেই থাকো, ভালো থাকো।’ সেখানেই অসম সরকারের কাছে দ্রুত তদন্তের আর্জি জানিয়েছেন জুবিনের বন্ধু-গায়ক পাপন। পোস্টে উল্লেখ, ‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যেসব উত্তরগুলো খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’
অন্যদিকে অসম সরকার গঠিত সিট-এর তরফে সম্প্রতি তল্লাশি অভিযান চালানো হয় জুবিনের আপ্ত সহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে। জানা গিয়েছে, সিদ্ধার্থের পাশাপাশি সিট-এর নজরে রয়েছে আরও ‘এক ডজন নাম’। সেই ‘রাঘব বোয়াল’দের তালিকায় কাদের নাম রয়েছে? নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্ত-সহ দুর্ঘটনার দিন আর যাঁরা ওই বোটে উপস্থিত ছিলেন জুবিনের সঙ্গে তাঁদের সকলকেই সমন পাঠিয়ে তলব করা হয়েছে। এঁদের প্রত্যেককে আগামী ৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে। জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে পুলিশি হেফাজতে নেওয়ার পরই সিট-এর তরফে সমন পাঠিয়ে বাকিদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.