ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে এল নতুন অতিথি। দুই থেকে তিন হল পরম-পিয়া জুটি। ১ জুন, রবিবার, জামাইষষ্ঠীর দিনেই শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন পিয়া চক্রবর্তী। চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে’তেই পরিবারে নতুন সদস্য আসার খুশির খবর দেন তারকা দম্পতি। জানিয়ে দেন, জুনের শুরুতেই ঘরে আসবে নতুন অতিথি।
বলে রাখা ভালো, ২৭ জুন ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। নিজের জন্মদিনের কয়েকদিন আগেই সুখবর এল তাঁর পরিবারে। পরম অবশ্য নিজেই সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছিলেন যে মাসটা এক হওয়ায় বাবা ও সন্তানের জন্মদিন খুব কাছাকাছি হতে পারে। তাঁদের দুজনের বন্ধু-শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই মুখিয়ে ছিলেন এই সুখবরের জন্য। তাঁদের এই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সমাজকর্মী তথা পরম-পিয়ার বন্ধু রত্নাবলী রায়। এই খবরের পর থেকেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু মানুষ।
২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতেই তাঁরা। খুব সাধারণভাবেই চারহাত এক হয় তারকা দম্পতির। সবটাই ছিল অনাড়ম্বর। সেদিন তাঁরা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। আর আজ সন্তানের আগমনের সঙ্গে শুরু করলেন জীবনের আরও এক নতুন ইনিংস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.