সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা জুন মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে দেবীপক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলিপাড়ার সেলেব দম্পতি।
সন্তানদের মুখ প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে তারকামহলের একাংশের বরাবর ছুঁতমার্গ! তবে এক্ষেত্রে অনুরাগীদের খুব একটা অপেক্ষা করিয়ে রাখলেন না পিয়া-পরমব্রত। সন্তানের বয়স সাড়ে তিন মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁরা। নরম তুলতুলে গাল, ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখে চেয়ে রয়েছে ক্যামেরার দিকে। আর মিষ্টি ছবি দেখেই গদগদ নেটভুবন। পিয়া-পরমব্রত সাধ করে ছেলেন নাম রেখেছেন ‘নিষাদ’। দ্ব্যর্থক শব্দ। তবে বেশ অর্থবহ। কীরকম?
মা পিয়া জানিয়েছেন, ‘সঙ্গীত স্কেলের সপ্তম স্বর’কে নিষাদ বলা হয়। আবার ‘দুঃখ যাকে ছুঁতে পারে না’ তাকেও নিষাদ বলা হয়। তবে আদর করে খুদেকে বিভিন্ন নামে ডাকা হয় বাড়িতে। মায়ের কাছে সে ‘নডি’, আবার বাবা পরমব্রতর কাছে ‘জুনিয়র’। তবে যে নামেই ডাকা হোক না কেন, নিষাদ কিন্তু দিব্যি সাড়া দেয়। প্রসঙ্গত, ছেলে এবং পরমব্রতর জন্মমাস এক। ২৭ জুন পরমের জন্মদিন। অন্যদিকে পয়লা জুন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা।
২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতেই তাঁরা। খুব সাধারণভাবেই চারহাত এক হয় তারকা দম্পতির। সবটাই ছিল অনাড়ম্বর। সেদিন তাঁরা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। বর্তমানে একরত্তিকে নিয়েই দিন কাটছে তাঁদের। উপরন্তু এবার ছেলে নিষাদের প্রথম পুজো। এটা যে পরম-পিয়ার জন্য নিঃসন্দেহে স্পেশাল দুর্গোৎসব, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.