Advertisement
Advertisement
Paresh Rawal on Hera Pheri 3

২৫ কোটির মামলা বিতর্ক, মান-অভিমান পেরিয়ে ‘হেরা ফেরি ৩’-এ প্রত্যাবর্তন ‘বাবুরাও’ পরেশের

কোন শর্তে 'হেরা ফেরি ৩' ছবিতে ফিরলেন পরেশ রাওয়াল?

Paresh Rawal returns to Hera Pheri 3, calls Akshay Kumar longtime friend
Published by: Sandipta Bhanja
  • Posted:June 30, 2025 9:01 pm
  • Updated:June 30, 2025 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবুভাইয়া’র সঙ্গে নাকি ‘রাজু’র জোর তরজা! পর্দায় কিংবা সিনেমার চিত্রনাট্যে নয়, বাস্তবেই নাকি অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে! এহেন খবরে বিগত মাস দুয়েক ধরেই তোলপাড় বলিউড! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, চুক্তি ভাঙার অভিযোগে পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলাও দায়ের করেছিল খিলাড়ির প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’। তার পর থেকে সিনেপ্রেমীদের মনে একটাই কৌতূহল- ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির ছবি কি তাহলে আটকে গেল? সেই জল্পনার মাঝেই এবার বোমা ফাটালেন পরেশ রাওয়াল। ‘বাবুরাও গনপত আপ্তে’ সাফ জানিয়ে দিলেন যে, “আমি থাকছি।”

সংশ্লিষ্ট ইস্যুতে পরেশ জানালেন, “কোনও বিতর্ক নেই। আমার মনে হয়, দর্শকরা যখন কোনওকিছু মন থেকে ভালোবাসেন, তখন সেসব বিষয়ে সকলের একটু যত্নশীল হওয়া প্রয়োজন। পরেশ রাওয়ালের সংযোজন, এটা দর্শকদের প্রতি আমাদের দায়িত্ব। আমি আসলে চেয়েছিলাম সিনেমার সঙ্গে যুক্ত সকলে আরেকটু বেশি মনোযোগী হোক। দর্শকরা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, তাই সেটাকে সস্তা ভেবে নেওয়া উচিত নয়। কসরত করে ওদের আরও ভালো উপহার দেওয়া উচিত। তাই আমার মত ছিল, চলো, সকলে একসঙ্গে কসরত করি। আর কিছুই নয়।” তাহলে কি ‘হেরা ফেরি’ জুটিকে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে? এমন প্রশ্নের উত্তরে হেসে প্রবীণ অভিনেতার সংযোজন, “আগেই আসার কথা ছিল। কিন্তু এবার নিজেদের বন্ধুত্ব আরেকটু ঝালিয়ে নিলাম আমরা। প্রিয়দর্শন, অক্ষয় হোক কিংবা সুনীল, সকলেই তো সৃজনশীল ব্যক্তি। আর ওঁরা আমার দীর্ঘদিনের বন্ধু।” হিমাংশু মেহতার পডকাস্টেই ‘হেরা ফেরি’র তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করার কথা নিশ্চিত করলেন পরেশ রাওয়াল।

Akshay kumar suniel shetty and paresh rawal reuniting for three more films

এর আগে ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জনৈক সাংবাদিক পরেশ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে তাঁকে ‘বোকা’ বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হয়েছিলেন অক্ষয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই সাংবাদিককে কোনওরকম রেয়াত না করেই খিলাড়ি বলেন, “আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা দূরঅস্ত, সহ্যও করব না।” তাঁর সংযোজন, “আমি ওঁর সঙ্গে বিগত ৩২ বছর ধরে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। আর পরেশ ভীষণই দক্ষ অভিনেতা। আমি সত্যি ওঁর কাজের ভক্ত। আমার মনে হয় না, এই মঞ্চে ‘হেরা ফেরি ৩’ বিতর্ক নিয়ে আলোচনা করাটা ঠিক হবে। কারণ যা ঘটেছে, সেটা ভীষণই গুরুগম্ভীর সমস্যা। বিষয়টা আদালত দেখছে। আমি এই বিষয়ে কোনও কথা এখানে বলতে চাই না।” আর এবার মামলা-মোকদ্দমা, বিতর্ক মিটিয়ে পরেশ রাওয়াল জানালেন ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে তাঁর প্রত্যাবর্তনের কথা। জানা গেল, মান-অভিমান কাটিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হবে ‘হেরা ফেরি’ ৩ ছবির শুটিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement