সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দুই থেকে তিন হওয়ার পালা। রাঘব-পরিণীতির সংসারে আসতে চলেছে খুদে সদস্য। ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের সুখবর জানিয়েছেন তাঁরা।
সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু বাবা-মা।
View this post on Instagram
রাজনীতিক রাঘবের সঙ্গে অভিনেত্রী পরিণীতির মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। গত ২০২৩ সালের সেপ্টেম্বরে ঘর বাঁধেন দু’জনে। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। তার মাসছয়েক পর থেকে বি-টাউনে কান পাতলে শোনা যেত পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কারণ, তাঁকে নাকি একটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন ঢিলেঢালা কাফতানের আড়ালেই নাকি বেবিবাম্প লুকোচ্ছেন অভিনেত্রী। যদিও সে সময় অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন রাঘব ঘরনি। সাফ জানান, আরামের জন্য অনেকে ঢিলেঢালা পোশাক পরেন। ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া নয়। সে সময় অবশ্য রাঘব-পরিণীতির পরিবারে নতুন সদস্য আসার গুঞ্জনে ধামাচাপা পড়ে যায়। কাট টু ২০২৫। সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে বোমা ফাটান আপ সাংসদ রাঘব। খুব তাড়াতাড়ি সুখবর দেবেন বলেই দাবি করেন। তা শুনে তাজ্জব হয়ে যান পরিণীতি। তার মাসখানেকের মধ্যেই সুখবর দিলেন পরিণীতি। বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তুঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.