সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় জোর আঘাত, ক্ষতচিহ্ন, মুখময় কাজলে কালিমালিপ্ত, রক্ত-কাজল জলে ধুয়ে মাখামাখি অবস্থা। বাথটবে বসে পরিণীতি চোপড়া। সে কী!
না, কিছুই হয়নি পরিণীতির। এটি তাঁর নতুন ছবির লুক। ফ্লপ গার্লের তকমা সাঁটা থাকলেও এবার অবশ্য ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর লুক প্রকাশ্যে আসার পর ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন পরিণীতি। মাথায় ক্ষতচিহ্ন, কাজলে কালিমালিপ্ত মুখ, রক্ত-কাজল জলে ধুয়ে মাখামাখি অবস্থা। বাথটবে বসে স্থির দৃষ্টিতে হতবাক হয়ে তাকিয়ে রয়েছেন। ঠিক এমনভাবেই প্রকাশ্যে এল পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ লুক। বুধবার নিজের ইনস্টাগ্রামে নিজেই সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এক মদ্যাসক্ত ডিভোর্সি মহিলার চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। ২টি লুকে অবশ্য তাঁর চরিত্রের ইঙ্গিতও মিলেছে। হলিউড ভার্সানে একই চরিত্রে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। ডিভোর্সি, জীবনের প্রতি নির্বিকার এক মহিলা। মদ্যপ, বিভিন্ন নেশায় আসক্ত। অবশেষে এক অপরাধমূলক কাজের অনুসন্ধানে জড়িয়ে পড়েন তিনি। আজ্ঞে! এমিলি ব্লান্ট অভিনীত সেই মদ্যপ মহিলার ভূমিকাতেই এবার অবতীর্ণ হতে চলেছেন পরিণীতি চোপড়া। প্রকাশ্যে এসেছে পর পর ২ দুটি লুক। যা দেখে ধন্য ধন্য করছে নেটদুনিয়া।
শেষ ‘কেশরি’তে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর চরিত্র সিনে-সমালোচকদের খুব একটা মনে না-ধরলেও, অনেকেই মনে করছেন ছোট্ট চরিত্রে নজর কেড়েছেন পরিণীতি। বছর খানেকের বলিউড কেরিয়ারে পরিণীতির ছবির সংখ্যা হাতে গোনা হলেও বর্তমানে তাঁর হাতে রয়েছে তিন তিনটে ছবি। ফ্লপের সংখ্যাও নেহাত কম নয়। এখন অবশ্য পরিণীতি চোপড়া লন্ডনে। ব্যস্ত বাঙালি পরিচালক রিভু দাশগুপ্তের নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর শুটে। সেখান থেকেই শেয়ার করলেন ছবির ফার্স্টলুক।
View this post on Instagram
উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর অফিসিয়াল হিন্দি রিমেক করছেন পরিচালক রিভু দাশগুপ্ত। যে ছবি তৈরি হয়েছিল খ্যাতনামা ব্রিটিশ লেখিকা পলা হকিন্সের সাইকোলজিক্যাল থ্রিলার অবলম্বনে। তারই হিন্দি রিমেকের নাম ‘মীরা’। চমক রয়েছে ছবির কাস্টিংয়ে। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরি। টোটা এবং পরিণীতি চোপড়ার পাশপাশি ‘মীরা’তে রয়েছেন অদিতি হায়দারি, কীর্তি কুলহারি প্রমুখ। ২০২০ সালে মুক্তি পাবে ছবি। প্রযোজনায় রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.