Advertisement
Advertisement
Pawan Singh & Anjali Raghav

অঞ্জলি রাঘবকে ‘অশ্লীল স্পর্শ’ বিতর্কে মুখ খুললেন পবন, কী বললেন ভোজপুরী সুপারস্টার?

এর আগেও একাধিকবার বিতর্কে জড়ান পবন সিং।

Pawan Singh apologises to Anjali Raghav
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2025 10:26 am
  • Updated:August 31, 2025 10:26 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে পারফরম্যান্সের মাঝেই সহ অভিনেত্রী অঞ্জলি রাঘবের পেটে অশ্লীলভাবে হাত দেওয়ার অভিযোগে এবার মুখ খুললেন ভোজপুরী সুপারস্টার পবন সিং। ইনস্টা স্টোরিতে সহ অভিনেত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। কোনও অসৎ উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি পবনের।

Advertisement

পবন সিং ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “অঞ্জলি ব্যস্ত ছিলাম বলে আপনার লাইভ দেখার সুযোগ পাইনি। আমি যখন এই বিষয়টি জানলাম, তখন খুবই খারাপ লেগেছে। আমার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। আমার কোনও ব্যবস্থা যদি আপনার খারাপ লাগে, তবে তার জন্য ক্ষমা চাইছি।”

Pawan-Singh

প্রসঙ্গত, লখনউতে পবন-অঞ্জলি তাঁদের নতুন গান ‘সাইয়া সেবা করে’র প্রচার করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই লাইভ অনুষ্ঠানের মাঝে অঞ্জলির পেটে অশ্লীলভাবে হাত দেন পবন সিং। সেই ভিডিও ইতিমধ্যেই নেটপড়ায় ভাইরাল। অঞ্জলি রাঘবের দাবি, “অনেকে আমাকে ভুল ভাবছেন এই ঘটনার জন্য। দোষ না সত্ত্বেও আমাকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। গত দুদিন ধরে আমি বিধ্বস্ত। লাগাতার কুরুচিকর মেসেজ পাচ্ছি। আমাকে বলা হচ্ছে, আমি নাকি প্রতিবাদ না করে বিষয়টা উপভোগ করেছি। আপনারাই বলুন, কেউ যদি জনসম্মুখে আপনাকে অশ্লীলভাবে স্পর্শ করে, তাতে কি আপনি খুশি হবেন? মজা পাবেন?”, কাঁদো কাঁদো মুখে প্রশ্ন ছোড়েন তিনি। সেই ভিডিওতেই অভিনেত্রী সাফ জানান যে, “আমি যখন সেদিন মঞ্চে থাকা টিমকে জিজ্ঞেস করেছিলাম, সত্যিই আমার পেটে কিছু লেগেছিল কিনা? সকলেই একবাক্যে ‘না’ করেন। এই ঘটনায় আমার ভীষণ রাগ হচ্ছে। ততটাই ভেঙে পড়েছি আমি। মাঝেমধ্যে কেঁদে ফেলছি। জানি না কী করা উচিত আমার! আমি আর কোনওদিন ভোজপুরী সিনেমায় কাজ করব না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অভিনেত্রীর ভিডিও বার্তার পর হেনস্তার অভিযোগে পবন সিংয়ের কড়া শাস্তির দাবি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ক্ষমা চাইলেন পবন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ