সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেফালি জরিওয়ালার (Shefali Jariwala Death) মৃত্যুতে বিগত দু’ সপ্তাহ ধরেই তোলপাড় বিনোদুনিয়া। হিন্দি সিনেদুনিয়ার ‘রাতপরী’র অকালপ্রয়াণ নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন, অতিরিক্ত ওষুধসেবনের জন্যই প্রাণ গিয়েছে শেফালির। আবার কারও মতে উপোস রেখে বার্ধক্য কমানোর ইঞ্জেকশন নেওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। জীবদ্দশায় লাইমলাইটের অন্তরালে থাকলেও বিগত কয়েক দিন ধরে ‘কাঁটা লাগা গার্ল’কে নিয়ে চর্চার জোয়ার। এবার চলতি আবহেই প্রয়াত শেফালি জরিওয়াাকে নিয়ে ব্যঙ্গ করে রোষানলে পড়লেন অভিনেত্রী পায়েল রোহাতগি।
বিতর্ক অবশ্য এই প্রথমবার পায়েলের নামের সঙ্গে জোড়েনি। অতীতেও একাধিকবার কখনও সিনেইন্ডাস্ট্রি আবার কখনও বা রাজনৈতিক বিষয়ে বেফাঁস মন্তব্য করে রোষানলে পড়তে হয়েছে তাঁকে। তবে এবার নাম না করেই শেফালিকে নিয়ে যা বললেন জনৈক সাংবাদিকের কাছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসায় তোলপাড় নেটদুনিয়া। ঠিক কী ঘটেছে? আসলে দিন কয়েক ধরেই পায়েল রোহাতগির সঙ্গে সংগ্রাম সিংয়ের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। আদৌ সেই জল্পনা সত্যি কি না? তা জানতেই জনৈক সাংবাদিক পায়েলকে মেসেজ করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, ‘বিচ্ছেদের রটনা কি আদৌ সত্যি? সব ঠিক আছে তো?’ প্রত্যুত্তরে পায়েল যা বলেন, সেটা নিয়েই আপাতত বিতর্ক তুঙ্গে।
পায়েল রোহাতগি ওই সাংবাদিককে পালটা বলেন, ‘আমি তো জানতামই না যে তুমি অবসাদে ভুগছ। দয়া করে এত মাদক সেবন কোরো না। ওভারডোজ হলে মৃত্যু হবে।’ প্রত্যুত্তরে অভিনেত্রীকে জানানো হয়, ‘আসলে সর্বত্র আপনাদের বিচ্ছেদের জল্পনা। একথা আমি বলছি না বা লিখছি না, শুধু আপনার কাছে সত্যিটা জানতে চাইছি।’ এরপরও বাঁকা উত্তর দেন পায়েল রোহাতগি। বলেন, ‘এরপর তোমার অফিসের কাগজেই বেরবে, যে বার্ধক্য কমানোর ওষুধ খেয়েই তোমার মৃ্ত্যু হয়েছে।’ এই গোটা কথোপকথনের স্ক্রিনশট ওই সাংবাদিক সোশাল মিডিয়ায় ফাঁস করতেই কারও বুঝতে বাকি থাকেনি যে, পায়েল আদতে শেফালি জরিওয়ালাকেই বিঁধেছেন। পালটা পায়েলও কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। যাবতীয় বিষয় দেখে এবার নেটপাড়া অভিনেত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়েছে, ‘মানসিক স্বাস্থ্য কিংবা অবসাদের মতো সিরিয়াস বিষয় নিয়েও আপনি ঠাট্টা করবেন?’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.