Advertisement
Advertisement
Kantara Chapter 1

৫০০ কোটির ব্যবসা করা ব্লকবাস্টার ‘কান্তারা ১’-এ মস্ত বড় ভুল! কোন দৃশ্য নিয়ে তোলপাড় নেটভুবন?

তিন বছর ধরে তিলে তিলে তৈরি করা এই পিরিয়ড ড্রামায় এত বড় ভুল!

plastic water can! Kantara Chapter 1 blooper goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:October 14, 2025 10:42 am
  • Updated:October 14, 2025 10:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে ‘কান্তারা’ জ্বরে কাঁপছে গোটা দেশ। দশেরা উপলক্ষে ২ অক্টোবর মুক্তি পেয়েছে ঋষভ শেট্টি পরিচালিত তথা অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। বক্স অফিস রিপোর্ট বলছে, মাত্র দু’ সপ্তাহে গোটা বিশ্বে ৫০০ কোটির ব্যবসা করে আলোড়ন ফেলে দিয়েছে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। দক্ষিণের পাশাপাশি হিন্দি বলয়ের বক্স অফিসেও অব্যাহত এই সিনেমার বিজয়রথ। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির মতো এক্ষেত্রেও ঋষভের মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন দর্শক, সিনে সমালোচকরা। দলে দলে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন সিনেপ্রেমীরাও। তবে ব্যবসার অঙ্কে গোটা বিশ্বে বিজয়রথ ছোটালেও ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর এক দৃশ্য নিয়ে আপাতত তোলপাড় নেটভুবন!

Advertisement

কী এমন দেখা গিয়েছে ওই দৃশ্যে? খানিক খোলসা করেই বলা যাক। ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ যাঁরা দেখেছেন, ‘ব্রহ্মকলস’ গানের দৃশ্য ইতিমধ্যেই মন কেড়েছে তাঁদের। আর সেই গানেই এমন একটি জিনিস ক্যামেরায় ধরা পড়েছে, যা পিরিয়ড ড্রামার ক্ষেত্রে বড়সড় ভুল বলে বিবেচ্য! চতুর্থ শতাব্দীর প্রেক্ষাপট অবলম্বনে তৈরি এই সিনেমার পোশাক, সেট ডিজাইন থেকে যাবতীয় ভিস্যুয়াল এফেক্টস এযাবৎকাল বহুল প্রশংসিত হয়েছে। কিন্তু ‘ব্রহ্মকলস’ গানের দৃশ্যে যেখানে কান্তারাবাসীদের মাঠে বসে পাত পেড়ে কাঙালি ভোজনের দৃশ্য দেখানো হয়েছে, সেখানে একটি শটে ক্যামেরায় ধরা পড়েছে ২০ লিটারের জলের ড্রাম। যে সময়ের গল্প ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ বলে, সেসময়ে মানব সভ্যতায় প্লাস্টিকের ব্যবহার দূর অস্ত! আর ঋষভের সিনেমার সেই দৃশ্য নিয়েই নেটভুবনে বর্তমানে চর্চার অন্ত নেই। যদিও অযাচিত বা অনিচ্ছাকৃত ভুল বলেই অনেকে এড়িয়ে যাচ্ছেন, তবে সমালোচকদের জহুরীর চোখকে ফাঁকি দিতে পারেনি ওই প্লাস্টিকের ড্রাম।

নিন্দুকদের একাংশ আবার ‘গেম অফ থ্রোনস’-এর সঙ্গে তুলনা টেনে ওই সিরিজে দেখানো কফি কাপের দৃশ্যের প্রসঙ্গ উল্লেখ করেছেন। কেউ বা আবার ‘দেশি গেম অফ থ্রোনস’ বলেও রসিকতা করেছেন। আবার কারও শ্লেষ, ‘এই তো কান্তারায় স্টারবাকস মোমেন্ট!’ কারও আক্ষেপ, ‘খুব খারাপ লাগল। তিন বছর ধরে তিলে তিলে তৈরি করা এই পিরিয়ড ড্রামায় এত বড় ভুল কারও চোখে পড়ল না?’ কেউ ব্যঙ্গ করে বললেন, কান্তারা দেখে শিখলাম, ‘ওরাই প্রথম প্লাস্টিকের জলের ড্রাম ব্যবহার করা শুরু করেছিল।’ ঋষভের পাশে দাঁড়িয়ে কারও বা মন্তব্য, ‘এটা সম্পূর্ণ সম্পাদকের ভুল। এডিটরের চোখ এড়িয়ে গিয়েছে।’ কারও পরামর্শ, দৃশ্যটি ছেঁটে ফেললেই ঝামেলা মিটে গেল!’ যদিও নির্মাতাদের তরফে এপ্রসঙ্গে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করা হয়নি। তবে শত সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ঋষভ শেট্টির ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ