Advertisement
Advertisement
Zubeen Garg-Nrendra Modi

‘চিরকাল হৃদয়ে থেকে যাবেন’, ‘মন কি বাত’-এ প্রয়াত জুবিনকে নিয়ে আবেগপ্রবণ মোদি

এদিন তাঁর কথায় উঠে আসে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কথাও।

PM Modi pays tributes to Zubeen Garg in Mann Ki Baat
Published by: Arani Bhattacharya
  • Posted:September 28, 2025 7:02 pm
  • Updated:September 28, 2025 7:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর প্রয়াণে শোকে মুহ্যমান আপামর বিনোদুনিয়া। ভূমিপুত্রের প্রয়াণে অসমের ঠিক যতটা মন খারাপ ততটাই মন খারাপ দেশের বিভিন্ন প্রান্তে থাকা গায়কের অনুরাগীদের। এবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ জুবিনকে স্মরণ করলেন মোদি। শুধু তাই নয় এদিন, সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে তাকেও শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী।

Advertisement

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে জুবিনের স্মৃতিচারণা করে মোদি বলেন, “জুবিনের অকালমৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। সারা দেশে তাঁর যে সম্মান ছিল একজন শিল্পী হিসেবে তা সত্যিই চোখে পড়ার মতো। অসমের ভূমিপুত্রের তাঁর নিজের সংস্কৃতির সঙ্গেও ছিল নিবিড় যোগাযোগ। জুবিন চিরকাল আমাদের মনে আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন। তাঁর গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে।”

এদিন একইসঙ্গে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনেও তাঁর স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ভারতীয় সংস্কৃতি ও সঙ্গীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর গান বিভিন্ন প্রজন্মকে সুর মূর্চ্ছনায় বুঁদ করে রাখবে। তবে তাঁর গাওয়া দেশাত্ববোধক গান মানুষকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে বলে আমি মনে করি।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ