Advertisement
Advertisement
Narendra Modi’s 75th Birthday

‘রক্ত অর্পণ’ করে মোদির মঙ্গল কামনা, প্রধানমন্ত্রীর জন্মদিনে হোমযজ্ঞ কঙ্গনার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে মাণ্ডিতে 'রাজসূয় যজ্ঞ' সাংসদ নায়িকার।

PM Modi’s 75th Birthday: Kangana Ranaut Attends Hawan, Donates Blood
Published by: Sandipta Bhanja
  • Posted:September 17, 2025 6:31 pm
  • Updated:September 17, 2025 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার, ১৭ সেপ্টেম্বর পচাত্তরে পা দিলেন নরেন্দ্র মোদি। ফি বছর বিশ্বকর্মা পুজোর দিন ধুমধাম করে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের আয়োজন করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। চলতিবারেও তার অন্যথা হয়নি। তবে এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাণ্ডিতে যে ‘রাজসূয় যজ্ঞে’র আয়োজন করেছেন কঙ্গনা রানাউত, সেটা আপাতত চর্চার শিরোনামে! মোদির মঙ্গলকামনায় হোমযজ্ঞ করার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করেন সাংসদ অভিনেত্রী।

Advertisement

এদিন সকালেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কঙ্গনা। আর দুপুর নাগাদ দেখালেন তাঁর সেই মহাআয়োজনের ঝলক। কখনও হিমাচলী পোশাকে সংসদীয় এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে যজ্ঞে আহুতি দিতে দেখা গেল তাঁকে, আবার কখনও বা নিজের রক্তদানের মুহূর্ত তুলে ধরলেন সেই ভিডিওতে। কঙ্গনার মন্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন। শেষপাতে ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’ জয়ধ্বনি দিতেও শোনা যায় তাঁদের।

সাংসদ অভিনেত্রীর সংযোজন, “ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজির জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল তিনি।” উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে বিজেপির টিকিটে জিতে মাণ্ডির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউত। তার পর থেকে বলিউডের লাইমলাইটে কমই বিচরণ তাঁর। তবে সম্প্রতি রাজনীতির ময়দানের ‘ভালোবাসার পরাকাষ্ঠা’র কথা প্রকাশ্যে এনে অনেকের মনেই সন্দেহের উদ্রেক করেছিলেন কঙ্গনা রানাউত। বলেছিলেন, “সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?” সেকথা শুনে অনেকেই ভেবেছিলেন, এই বুঝি বলিউডের নায়িকা রাজনীতি থেকে বাণপ্রস্থে যাচ্ছেন! তবে এবার মোদির জন্মদিনে স্বমহিমায় ধরা দিলেন মাণ্ডির সাংসদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement