সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি ‘রক্তবীজ ২’, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি ঘিরে দর্শকের মধ্যে এক তুমুল উন্মাদনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এবারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। এর আগে একে একে প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন প্রচার ঝলক। বুধবার এই ছবির অফিসিয়াল ট্রেলার লঞ্চের আগে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আলিপুরের বডি গার্ড লাইন্স অডিটোরিয়ামে পুলিশ অধিকর্তাদের উপস্থিতিতে দেখানো হল ‘রক্তবীজ ২’ ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।
ট্রেলার প্রকাশ্যে আসার আগে এদিন তা আলিপুরের বডি গার্ড লাইন্স অডিটোরিয়ামে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল ছবির টিমের তা হল পুলিশের পেশায় থাকা প্রত্যেককে কুর্নিশ জানানো। এদিন সেকথা মঞ্চে দাঁড়িয়ে বলেনো ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজের ছবি বরাবর প্রচারে চমক দেয়। এবারও তার অন্যথা হল না। যেহেতু এই ছবিতে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে তাই এই প্রচার এক আলাদা মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য।
এর আগে ছবির বিভিন্ন প্রচার ঝলকে বারবার ফিরে এসেছে টানটান উত্তেজনা। ‘রক্তবীজ’ -এর রেশ রেখে গিয়েছে বারবার দর্শকের মনে। আর সেই রেশ ধরেই ফের এই ছবি বড়পর্দায় দেখার জন্যও অপেক্ষার প্রহর গুনছেন দর্শক। ছবির প্রচার ঝলকে এর আগেও দেখা গিয়েছে মিমি ও আবির অপরাধীকে খুঁজে বের করতে তৎপর। সঙ্গে নজর কেড়েছেন সমুদ্রতটে নীল বিকিনিতে মিমি। সঙ্গে রয়েছে নুসরত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক। রোদচশমায় আলাদা করে নজর কেড়েছেন তদন্তকারী পুলিশ অফিসার পঙ্কজ সিংহের চরিত্রে আবির চট্টোপাধ্যায়। তাঁকে এবার অ্যাকশন হিরো হিসাবে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।
উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.