সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার সেই ফুলেরা গ্রাম। সারল্যে ভরা কিছু মানুষ। সচিবজি, প্রধানজিদের নতুন গল্প দেখতে বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন দর্শকরা। চলতি মাসেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর আগে প্রকাশ্যে এল ‘পঞ্চায়েত সিজন ৩’র (Panchayat Season 3) ট্রেলার। যাতে রাজনীতি, রোম্যান্স যেমন আছে, তেমনই আছে প্রাণ খোলা হাসির উপাদান।
২০২০ সালের এপ্রিল মাস থেকে আমাজন প্রাইমে দেখা যাচ্ছে ‘পঞ্চায়েত’। প্রথম মরশুম থেকেই ফুলেরা গ্রাম ও তার সচিবজির প্রেমে পড়ে যান অনুরাগীরা। দ্বিতীয় মরশুমেও এর অন্যথা হয়নি। ফুলেরা গ্রামের কাণ্ড-কারখানা যেন সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হতে থাকে। বাড়তি পাওনা ছিল সচিবজি (জিতেন্দ্র কুমার) ও প্রধানজির মেয়ে রিঙ্কির হালকা প্রেমের ছোঁয়া।
নতুন মরশুমের ট্রেলারের শুরুতেই নতুন সচিবজিকে দেখা যায়। তাহলে কি অভিষেক ত্রিপাঠির পালা শেষ? তা কেমন করে হয়? অভিষেকের যাওয়া আটকে যায়। আবার তাকে ফুলেরাতেই ফিরতে হয়। তার পর শুরু হয় গল্প। রাস্তা তৈরি নিয়ে চাপানউতোর চলতে থাকে। আর তাতে এবারও স্বমহিমায় বর্তমান জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকার মতো অভিনেতারা।
we know you couldn’t wait, so here’s Panchayat’s newest update 👀
watch the trailer & get ready for , May 28
— prime video IN (@PrimeVideoIN)
প্রথমে শোনা গিয়েছিল, জানুয়ারি মাস থেকে ‘পঞ্চায়েত’ সিরিজের নতুন এপিসোড দেখা যাবে। কিন্তু তা হয়নি। সূত্রের খবর মানলে, সিরিজের প্রচারের জন্য আরও কিছুটা সময় চাইছিলেন নির্মাতারা। তবে এবারে আর কোনও ধোঁয়াশা নয়। আগামী ২৮ মে থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত সিজন ৩’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.