সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে লাগাতার অপেশাদারিত্বের অভিযোগ! মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর সম্প্রতি চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী। তবে চমকপ্রদ বিষয়, এই দুটি মেগাবাজেট ছবির ‘হিরো’ই প্রভাস। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ হোক কিংবা নাগ অশ্বীনের ‘কল্কি ২’, দুই দক্ষিণী সিনেমার বক্স অফিস চাঙ্গা করতে প্রভাসের উপরই ভরসা রেখেছেন পরিচালকরা। তবে গোল বেঁধেছে নায়িকাকে নিয়ে! এবার কানাঘুষো, দীপিকাকে সরানোর নেপথ্যে নাকি প্রভাসই?
বলিউড মাধ্যম সূত্রে খবর, কল্কি সিক্যুয়েলের জন্য ২০ দিনের শুটিংও করে ফেলেছিলেন দীপিকা। তবে পরে চিত্রনাট্য বদলে অভিনেত্রীর চরিত্রের দৈর্ঘ্য ক্যামিও পর্যায়ে নামিয়ে আনা হয়। এদিকে কারও দাবি ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্যেই বলিউডের ‘পদ্মাবতী’কে দুই বড় বাজেটের ছবি থেকে সরানো হয়েছে। এমন বিতর্কের মাঝেই কাঠগড়ায় প্রভাস। ‘গ্রেট অন্ধ্রা’ নামক এক দক্ষিণী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য! সেখানে উল্লেখ, দীপিকা অনুরাগীদের দাবি, ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকে নায়িকাকে ছাঁটাই করার নেপথ্যে রয়েছেন প্রভাস। তাঁদের দাবি, প্রভাস যদি পরিচালক-প্রযোজকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতেন, তাহলে অভিনেত্রীকে কাস্টিং থেকে ছেঁটে ফেলা হত না। শুধু তাই নয়, তাঁদের অভিযোগ, প্রভাস মধ্যস্থতা না করাতেই অভিনেত্রীকে সরে যেতে হয়েছে। প্রভাস দীপিকার সামনে ঢাল হয়ে দাঁড়ালে প্রযোজক-পরিচালকরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেতেন না!
এদিকে দক্ষিণী সুপারস্টারের ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, প্রভাস সাধারণত কাস্টিং নিয়ে মাথা ঘামান না। সেই জন্যই ‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে নির্মাতাদের সঙ্গে কোনওরকম বচসায় জড়াননি তিনি। দক্ষিণী তারকার এহেন সিদ্ধান্তকে আবার একপক্ষ ‘স্বার্থপরতা’র চোখেই দেখছেন। যদিও দীপিকার এসবে মাথাব্যথা নেই। সম্প্রতি পোল্যান্ডে শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমার শুটিং শুরু করেছেন। আর সেই সেট থেকে ছবি দিয়েই ‘কল্কি’ নির্মাতাদের কার্যত একহাত নিয়েছেন। বাদশার হাতে হাত রেখে অভিনেত্রীর মন্তব্য, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করার সময় উনি (শাহরুখ) আমাকে প্রথম শিখিয়েছিলেন, একটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা এবং কাদের সঙ্গে তুমি কাজ করছ, সেটা বক্স অফিস সাফল্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও মনেপ্রাণে সেটাই বিশ্বাস করি। এবং তার পর থেকে এই মন্ত্রকে পাথেয় করেই আমি প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি।” বলাই বাহুল্য, এখানে নাম না করে অভিনেত্রী কল্কি পরিচালক কিংবা প্রভাসকেই বিঁধতে চেয়েছেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.