Advertisement
Advertisement
Prateik Babbar

সাতপাকে বাঁধা পড়েই স্ত্রীর ঠোঁটে ঠোঁট রাখলেন প্রতীক বব্বর, বাঙালি কনের পরিচয় জানেন?

ভ্যালেন্টাইনস ডে-তে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে প্রতীক বব্বর।

Prateik Babbar marries Priya Banerjee in an intimate ceremony
Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2025 8:33 pm
  • Updated:February 14, 2025 8:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বব্বর পরিবারে বিয়ের সানাই। ভ্যালেন্টাইনস ডে-তে ফের বিয়ের পিঁড়িতে প্রতীক বব্বর। মা স্মিতা পাতিলকে স্মরণ করে বান্দ্রায় তাঁর বাড়িতেই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মাঝে বাঙালি কনের গলায় মালা দিলেন রাজ বব্বরের পুত্র। বিবাহ বাসরে নবদম্পতির ঠোঁটে ঠোঁট রাখা ছবি সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

আজ থেকে ঠিক দুবছর আগে অর্থাৎ ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে নিজের নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন প্রতীক। আর এবার সেই প্রেম বদলে গেল বিয়েতে। বাঙালি পাত্রী অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়কেই নয়া জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেতা। দুজনেই সেজেছিলেন ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাকে। বেছে নেন আইভরি রং। সাতপাকে বাঁধা পড়ার ছবি পোস্ট করে প্রিয়া লিখেছেন, “প্রত্যেক জীবনে আমি তোমাকেই বিয়ে করব।”

তবে বিয়েতেও পিছু ছাড়ল না বিতর্ক। এদিন অনুষ্ঠানে বন্ধুবান্ধব, আত্মীয়রা উপস্থিত থাকলেও আমন্ত্রিত ছিলেন না রাজ বব্বর, ভাই আর্য এবং বোন জুহি। আর্য বব্বর সম্প্রতি জানান, বিয়েতে নাকি বাবা রাজ বব্বরকেই আমন্ত্রণ জানাননি প্রতীক! তাঁর দাবি, অন্য কেউ প্রতীকের মগজধোলাই করায় পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের। যদিও প্রতীক এ নিয়ে স্পিকটি নট।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে সনায়া সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। সনায়া ফ্যাশন কমিউনিকেশন নিয়ে স্নাতক পাশ করেন। এছাড়া লন্ডন ফিল্ম অ্যাকাডেমি থেকে চলচ্চিত্র পরিচালনা নিয়ে পড়াশোনাও করেছিলেন। ২০২৩-এর জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার মাসখানেক পরই প্রিয়ার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রতীক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement