সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন ছবির প্রচার করতে। হাসিমুখে ক্যামেরার সামনে দিয়েছিলেন পোজ। সেই ছবি ঘিরেই তুলকালাম নেটদুনিয়ায়। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই মা হতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)? এই প্রশ্নই উঠেছে নেটদুনিয়ায়।
‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা।
View this post on Instagram
ছবির প্রচারে গোলাপি শহর জয়পুরে গিয়েছিলেন কিয়ারা। সেখানেই কার্তিকের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে, এমনটাই দাবি নেটিজেনদের। “কিয়ারা সত্যিই অন্তঃসত্ত্বা নাকি?”, “আমারই কিয়ারাকে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে নাকি বাকি লোকজনেরও?”, এমন প্রশ্ন করা হয়েছে কমেন্টবক্সে।
সুখবর হোক না হোক, আপাতত ছবির প্রচারেই নিজেকে ব্যস্ত রাখছেন কিয়ারা। সমীর বিদ্যাংশের পরিচালনায় ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে অভিনয় করেছন তিনি। চরিত্রের নাম কথা। অন্যদিকে আবার কার্তিকের চরিত্রের নাম সত্যপ্রেম। মূলত এই দুই চরিত্রের প্রেম নিয়ে সাজানো গল্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.