Advertisement
Advertisement
Preity Zinta

‘আপনারা রকস্টার’, ধরমশালার বাতিল ম্যাচের দর্শকদের কেন এরকম বললেন প্রীতি জিন্টা?

১০.১ ওভার খেলা হওয়ার পর বাতিল হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।

Preity Zinta Issues Statement After IPL Match In Dharamshala Cancelled
Published by: Biswadip Dey
  • Posted:May 11, 2025 5:13 pm
  • Updated:May 11, 2025 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০.১ ওভার খেলা হয়েছিল ততক্ষণে। পাঞ্জাব কিংসের রান ১ উইকেটে ১২২। সেই সময়ই ব্ল্যাকআউটের জন্য পরিত্যক্ত ঘোষণা হয় ধরমশালার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। সেদিন গ্যালারিতে থাকা দর্শকদের কুর্নিশ জানালেন পাঞ্জাব কিংসের মালকিন অভিনেত্রী প্রীতি জিন্টা।

Advertisement

ইনস্টাগ্রামে একটি পোস্টে রেলমন্ত্রী-সহ অনেককে ধন্যবাদ জানানোর পর প্রীতি লেখেন, ‘সবশেষে অবশ্যই ধরমশালা স্টেডিয়ামের মানুষদের ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ! আতঙ্কিত না হওয়া এবং পদপিষ্ট হওয়ার কোনও সম্ভাবনা না তৈরি হতে দেওয়ার জন্য। আপনারা সত্যিই রকস্টার! আমি দুঃখিত আপনাদের অনেকের অনুরোধে সাড়া দিয়ে ছবি তুলতে পারিনি বলে। আসলে সেই সময় সকলকে নিরাপদে ওখান থেকে বেরিয়ে যেতে দেওয়ার ব্যবস্থা করাটাই আমার কর্তব্য ছিল। আপনাদের ধন্যবাদ সেটা সম্ভব হতে দেওয়ার জন্য।’ পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ধন্যবাদ জানিয়েছেন প্রীতি, দুই দলকেই স্বচ্ছন্দে ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

প্রসঙ্গত, পাঞ্জাবের একাধিক এলাকা লক্ষ্য করে সেদিন হামলা চালিয়েছিল পাক সেনা। ব্ল্যাকআউট করে দেওয়া হয় সে রাজ্যের একাধিক জেলা। আর তার মধ্যেই আলো নিভে যায় ধরমশালা স্টেডিয়ামেরও। মাঠভর্তি দর্শক এবং আইপিএল আধিকারিকদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই দর্শকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে স্টেডিয়াম থেকে বের করা হয়। দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন। সেদিন পুরো ম্যাচ উপভোগ করতে না পারায় ‘পাকিস্তান মুর্দাবাদ’ ধ্বনি তোলেন দর্শকদের একাংশ। এদিকে বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, এলাকায় ব্ল্যাকআউটের জন্যই ম্যাচ মাঝপথে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সমর্থকের কথায়, “শ্রেয়স আইয়ার মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বের ফ্লাডলাইট নিভে যায়। এরপর পূর্ব দিকের ফ্লাডলাইটও নিভে যায়। দ্বিতীয় ফ্লাডলাইট নিভে যাওয়ার পরে ক্রিকেটারদের মাঠ ছেড়ে বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা আমাদেরও আতঙ্কিত না হয়ে চলে যেতে বলেন। তখনও কিন্তু বুঝতে পারিনি ম্যাচটা বাতিল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement