Advertisement
Advertisement
Sitaare Zameen Par

‘বৈচিত্র্য ও সাম্যের মেলবন্ধন’, আমিরের নতুন ছবি দেখে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রপতির

গত ৫ দিনে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছে আমিরের নতুন ছবি।

President Droupadi Murmu attended a special screenig of 'Sitaare Zameen Par'
Published by: Sayani Sen
  • Posted:June 25, 2025 1:36 pm
  • Updated:June 25, 2025 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেন্ডের পর থেকে গতি পেয়েছে ‘সিতারে জমিন পর’। ক্রমশ বাড়ছে লক্ষ্মীলাভ। গত ৫ দিনে ৭৫ কোটি টাকা ব্য়বসা করেছে আমিরের নতুন ছবি। ভিন্নস্বাদের প্রশংসায় মুখর তারকা থেকে সাধারণ আমজনতা। রাষ্ট্রপতি ভবনেও হয়েছে আমিরের নতুন ছবির স্পেশাল স্ক্রিনিং। তা দেখে মিস্টার পারফেকশনিস্টকে প্রশংসায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির অফিসিয়াল X হ্যান্ডেলে লেখেন, “রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ‘সিতারে জমিন পর’ ছবি দেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক তথা মুখ্য অভিনেতা আমির খান-সহ অন্যান্য কলাকুশলীরা। স্নায়ুরোগে আক্রান্ত বহু মানুষকে নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবিটি বৈচিত্র্য ও সাম্যের অপূর্ব মেলবন্ধন।”

এর আগে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরও আমিরের ছবির প্রশংসা করেন। মুম্বইয়ের স্পেশাল স্ক্রিনিংয়ের পর তিনি বলেন, “ছবিটি খুব ভালো লেগেছে। এই ছবিটি আপনাকে হাসাতে যেমন পারে, তেমনই আবার কাঁদাতে। আমি সবসময় মনে করি খেলার সব কিছু শেখানোর ক্ষমতা আছে। খেলা সকলকে একাত্ম হয়ে থাকার বার্তা দেয়। এই ছবিটিও ঠিক তেমনই। আমি প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের অভিনন্দন জানাই। সকলের জন্য শুভকামনা।”

প্রসঙ্গত, আর এস প্রসন্নর ছবিতে আমির খানকে বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে। যিনি বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে একটি টিম গড়ে প্রতিযোগিতার ময়দানে নামেন। এই ছবির মাধ্যমে প্রথমবার বি-টাউনে পা রেখেছেন ১০ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন। আমিরের বিপরীতে ছবিতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। শুরু থেকে এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। অপারেশন সিঁদুর পরবর্তী আবহে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই উঠেছিল বয়কট ঝড়। সমস্ত ধাক্কা সামলে বক্স অফিসে বড়সড় সাফল্যের পথে আমির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement