সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দু’ দশক বাদে পরিচালকের আসনে অনুপম খের। প্রবীণ অভিনেতা পরিচালিত ‘তানভি দ্য গ্রেট’ ছবিটি নিয়ে সাম্প্রতিককালে বেশ চর্চা জারি। বিশেষ করে কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনেবিভাগে প্রদর্শিত হওয়ার পর থেকেই অনুপম পরিচালিত এই সিনেমা নিয়ে দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতিভবনে দেখানো হল ‘তানভি দ্য গ্রেট’। এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীর দেশের হয়ে লড়াই করার স্বপ্নের গল্প দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
শুক্রবার রাষ্ট্রপতিভবনের কালচারাল সেন্টারে দেখানো হল ‘তানভি দ্য গ্রেট’। বলিউড, হলিউড তারকাদের প্রশংসা কুড়নোর পর এবার যে ছবি মন কাড়ল খোদ দেশের রাষ্ট্রপতির। এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টিমের ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুপম খের, বোমান ইরানি, করণ ঠাক্কর এবং সিনেইন্ডাস্ট্রিতে নবাগত শুভাঙ্গী। রাষ্ট্রপতিভবনে নিজের পরিচালিত সিনেমার স্ক্রিনিংয়ে কেমন অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই একরাশ উচ্ছ্বাস প্রবীণ অভিনেতার কণ্ঠে। তিনি জানিয়েছেন, “এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার একসঙ্গে বসে আমাদের এই সিনেমাটি উপভোগ করলেন। আর খোদ দেশের রাষ্ট্রপতির তরফে প্রশংসা পাওয়া আমার জন্য স্বপ্নপূরনের থেকে কম কিছু নয়। পরিচালক হিসেবে দেশের সর্বোচ্চ দপ্তরে নিজের সিনেমাটা দেখাতে পেরে আমি ধন্য।”
১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তানভি দ্য গ্রেট’। তার প্রাক্কালেই বিদেশের পাশাপাশি দেশের মাটিতেও প্রশংসা কুড়োচ্ছেন অনুপম খের। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। গল্পটা কীরকম? এক বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ে বাবাকে হারিয়েছে বছর খানেক আগে। মায়ের সঙ্গে থাকে সে। তবে অটিস্টিক হওয়ার দরুন তাকে দাদু মন থেকে মেনে নিতে পারেনি। তবে উত্তরাখণ্ডে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েই গল্প এক মোড় নেয়। এর মধ্যেই আসে সেই দিন, যেদিন অন্য সেনা আধিকারিকদের সম্মান দেওয়া হলেও তার বাবাকে দেওয়া হয় না। ব্যাপারটা মানসিকভাবে নাড়িয়ে দেয় তানভিকে। এরপরেই তানভি ঠিক করে সেও দেশের হয়ে লড়াই করবে। বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে ১৮ তারিখ পর্যন্ত। কারণ সেদিনই আসছে ‘তানভি দ্য গ্রেট’। কান ফিল্মোৎসবে রবার্ট ডি নিরোও এসেছিলেন ছবির প্রিমিয়ারে। যা নাকি অনুপমের আশাতীত ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.