Advertisement
Advertisement
Priyanka Chopra

নিকের ঠোঁটে ঠোঁট রেখে রং মাখলেন প্রিয়াঙ্কা! ভাইরাল রোম্যান্টিক হোলির ভিডিও

মার্চ মাসের শেষেই ছবির শুটিংয়ে ভারতে আসছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra and Nick Jonas' fun-filled Holi in LA | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 19, 2022 12:59 pm
  • Updated:March 19, 2022 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারোগেসির মাধ্যমে কয়েক মাস আগেই মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আপাতত, সন্তানকে সামলানোর জন্য কাজ থেকে কিছুটা দূরেই রয়েছেন। তাই প্রিয়াঙ্কার কাছে সংসারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই তো সব উৎসবেই স্বামী নিক জোনাস ও তাঁর পরিবারের সঙ্গে মেতে উঠছেন বলিউডের পিগি চপস। ঠিক যেমন প্রতিবারের মতো এবারও জোনাস পরিবারের সঙ্গেই হোলির রঙে মেতে উঠলেন প্রিয়াঙ্কা।

Advertisement

প্রিয়াঙ্কা আপাতত রয়েছেন লস অ্যাঞ্জেলেসের বাড়িতে। সেখানেই তাঁকে হোলি খেলতে দেখা গেল। প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে নিক জোনাসের সঙ্গে জমিয়ে রং খেলছেন তিনি। শুধু তাই নয়, নিক জোনাসের ঠোঁটে ঠোঁট রেখে, নিকের থেকে রং মাখতেও দেখা গেল প্রিয়াঙ্কাকে। ছবি দেখে বোঝাই যাচ্ছে, প্রিয়াঙ্কার এই হোলি একেবারেই প্রেমের রঙে মাখামাখি। প্রিয়াঙ্কা ও নিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নিকের মুখে মুখ রেখে রং খেলায় মেতে উঠেছেন প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে হোলির ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখলেন, ‘লেটস প্লে হোলি…’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘৪৭ বছর বয়সেও অন্তঃসত্ত্বা?’, পোশাক নিয়ে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার কাজল]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। শেষ তাঁকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: হোলির দিনই বিপর্যয়, পাঁচতলা থেকে পড়ে মৃত বলিউড পরিচালকের ১৭ বছরের ছেলে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement