Advertisement
Advertisement
Priyanka Sarkar

‘কন্যা’ ছবিতে প্রথমবার জুটিতে প্রিয়াঙ্কা-ঋষি কৌশিক, কবে মুক্তি বড়পর্দায়?

পরিচালক রোহন সেন নিয়ে আসছেন নতুন ছবি 'কন্যা'।

Priyanka Sarkar's new film kanya will release soon
Published by: Arani Bhattacharya
  • Posted:September 11, 2025 3:16 pm
  • Updated:September 11, 2025 3:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় যতই বয়সের পার্থক্যের কারণে ঝগড়া-খুনসুটি থাকুক না কেন বর হওয়ার সঙ্গে সঙ্গে দুই বোনের সম্পর্ক দুই বন্ধুর মতো হয়ে ওঠে। একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখের কথা ভাগ করে নেওয়া সব মিলিয়ে সম্পর্কের বাঁধুনি আরও পোক্ত হয়। এবার সেরকমই দুই বোনের সম্পর্ক নিয়ে পরিচালক রোহন সেন নিয়ে আসছেন নতুন ছবি ‘কন্যা’। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাবে সেই ছবি।

Advertisement

‘কন্যা’ ছবিতে দর্শক দেখতে পাবেন দুই বোনের সম্পর্কের বুনোটের পাশাপাশি এই ছবিতে প্রথমবার দর্শক দেখতে পাবেন ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা দু’জন। উল্লেখ্য, বড় দিদির চরিত্রে অমৃতা দে ও ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। দুই বোনের সম্পর্কে নানা চরাই-উতরাই, মনোমালিন্য থেকে শুরু করে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয় সেই গল্পই বলবে এই ছবি।

দুই বোন সুকন্যা ও সুদীপার প্রায় দশ বছর পর দেখা। বাবার অসুস্থতার খবরে এক হয় তারা। সুদীপার প্রাক্তন স্বামী সুরজিৎ পরবর্তীতে বিয়ে করে সুকন্যাকে। এইসব কিছু মিলিয়ে যে তাঁদের দুই বনের সম্পর্ক জটিল হবে তা বলাই বাহুল্য। দুই বোনের দেখা হওয়ার পাশাপাশি সুদীপা তার প্রাক্তন স্বামীর মুখোমুখি হওয়ার পর ঠিক কী ঘটে সেকথাই বলবে ‘কন্যা’। আগামী ১২ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ