Advertisement
Advertisement
Priydarshan

অক্ষয়, সুনীল, পরেশকে নিয়ে ফিরছে ‘হেরাফেরি ৩’, জল্পনায় সিলমোহর পরিচালক প্রিয়দর্শনের

প্রিয়দর্শনের নতুন ছবিতে কাদের দেখা যাবে মুখ্য ভূমিকায়?

Priydarshan says he will start writing Hera Pheri 3

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 1, 2025 6:00 pm
  • Updated:April 1, 2025 6:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ২০০০ সালে বড়পর্দায় মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত ‘হেরাফেরি’ ছবিটি। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনীত কমেডি ঘরানার এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। সেই সাফল্যের উপর ভরসা করেই এরপর ২০০৬ সালে তৈরি হয় ‘হেরাফেরি ২’। পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ ভোরা। সেই ছবিও বক্স অফিসে ভালোই ফল করে। এবার ‘হেরাফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা করলেন প্রিয়দর্শন।

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক জানিয়েছেন, “খুব শীঘ্রই ‘হেরাফেরি ৩’-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করব।” তবে গত দু’ বারের তুলনায় এবারে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি যে তাঁর কাছে আরও বড় চ্যালেঞ্জ হতে চলেছে, সেকথাও জানিয়ে দিয়েছেন প্রিয়দর্শন নিজেই।

এই প্রসঙ্গে পরিচালকের মনন্তব্য, “‘হেরাফেরি’ ছবিটির সাফল্য নিয়ে আমি নিশ্চিত ছিলাম। ছবিটার বিষয় ভাবনায় যে হাস্যরস ও বুদ্ধিমত্তার প্রভাব ছিল সেই কারণেই মূলত ছবিটা সফল হয়। কিন্তু সেটা যে ব্লকবাস্টার হবে, সেই আশা আমি করিনি। কারণ সেসময় অক্ষয় কুমার, সুনীল শেট্টি কিংবা পরেশ রাওয়াল কেউই কমেডি ঘরানার ছবিতে কাজ করতেন না। বরং অন্য ধরণের ছবিতে দেখা যেত তাঁদের। কিন্তু ‘হেরাফেরি’র সাফল্য তাঁদের সকলের কেরিয়ারের ক্ষেত্রেই মাইলস্টোন হয়ে ওঠে।” এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও কি অক্ষয়, সুনীল, পরেশ এই ত্রয়ীকেই দেখা যাবে? উত্তর এখনও অধরা। এই বিষয়ে অনুরাগীদের অনুমান অবশ্য ইতিবাচক। প্রসঙ্গত, পরিচালক প্রিয়দর্শন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’র কাজে। হরর কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। টলিপাড়ার যিশু সেনগুপ্তও রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। এর পরই সম্ভবত ‘হেরাফেরি ৩’ সিনেমার কাজে হাত দেবেন প্রিয়দর্শন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ