বিশেষ সংবাদদাতা: সাম্প্রতিক পরিস্থিতিতে দু’ দেশের মধ্যে দ্বন্দ্ব থাকলেও টলিউড, বলিউডের তারকাদের নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে বরাবর প্রবল উন্মাদনা। হাসিনা পরবর্তী অধ্যায়ের আঁচ দু’ দেশের বিনোদুনিয়াতেও কিছুটা পড়েছে! তবে ভারতীয় তারকাদের নিয়ে তাঁদের উন্মাদনায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, তার প্রমাণ ‘ধূমকেতু’ আবহে দেব-শুভশ্রী জুটির জন্য তাঁদের ‘গলা ফাটানো’ সব পোস্ট। আর এহেন উন্মাদনার ঝড় চোখে পড়তেই এবার পদ্মাপারে ‘ধূমকেতু’র রিলিজ চাইছেন ছবির অন্যতম প্রযোজক রানা সরকার।
ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। তবে দেব-শুভশ্রী জুটির বিজয়রথ এখনও অব্যাহত। প্রযোজনা সংস্থার পোস্টে দাবি, দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। অর্থাৎ মাত্র দু’ দিনেই পাঁচ কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’। সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হলে প্রযোজক রানা সরকার জানালেন, এই প্রথম দেবের কোনও সিনেমা ২ দিনে ৫ কোটির ব্যবসা করেছে। একইসঙ্গে উল্লেখ্য, টলিউডের বক্স অফিসে এযাবৎকাল সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় দেবের সিনেমার সংখ্যাই শীর্ষে। অর্থাৎ এক্ষেত্রে দেব যে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন, তা বলাই বাহুল্য। যদিও বক্স অফিসের গ্রাফ কতটা ‘অর্গ্যানিক’? সে প্রশ্ন সিনেদুনিয়ায় নতুন নয়! তবে দেশু জুটির ‘ধূমকেতু’কে যে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেটা প্রেক্ষাগৃহের হাসি-কান্নার যাবতীয় ক্যামেরাবন্দি মুহূর্তই বলে দেয়। টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করে এবার ‘ধূমকেতু’কে বাংলাদেশে রিলিজ করতে চান নির্মাতারা। আর সেই প্রেক্ষিতেই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকীর কাছে আর্জি জানিয়েছেন প্রযোজক রানা সরকার।
ইউনুস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ফারুকী। তাঁকে ট্যাগ করেই শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।” পাশাপাশি পদ্মাপারের ‘দেশু’ অনুরাগীদের কাছেও প্রযোজকের আবদার, তাঁরাও যেন ধূমকেতু রিলিজ করাতে সরকারের কাছে আর্জি জানান। ফারুকীর সঙ্গে কি কথা হল? এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-কে রানা সরকার জানালেন, “বাংলাদেশে শুক্রবার ছুটি থাকে। ফলে ফারুকীর সঙ্গে এখনও কথা হয়নি। ওদের তরফ থেকে ফোন পেলে নিশ্চয় জানাব।” অতঃপর পদ্মাপারের দেশু অনুরাগীরাও যে ‘ধূমকেতু দেখা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.