ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরেই ‘নতুন ট্রেন্ড’ শুরু করেছেন দেব। টলিউড সুপারস্টারের বিপরীতে পর পর টেলিপর্দার অভিনেত্রীদের দেখা যাচ্ছে। শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে সেই ‘প্রজাপতি’ ছবি দিয়ে শুরু করছিলেন। তার পর ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে ‘প্রধান’। এবার ‘প্রজাপতি ২’ ছবিতেও নায়িকা হিসেবে টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন তিনি। ‘বঁধুয়া’ খ্যাত জ্যোতির্ময়ী কুণ্ডু এবার তাঁর বিপরীতে। জীবনের পয়লা ছবিতেই টলিউড সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধা স্বপ্নপূরণের থেকে কোনও অংশে কম নয়। আর লন্ডন থেকে সেই উড়ান কাহিনিরই ঝলক দেখালেন অভিনেত্রী।
সোমবার রোদ ঝলমলে আবহাওয়ায় লন্ডনে শুটিংয়ের ফাঁকে দেবের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। অভিনেত্রীর মিষ্টি হাসিতেই অনুরাগীদের হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড়! জ্যোতির্ময়ীর পাশে দেবকে দেখে তাঁদের মন্তব্য, ‘সুপারস্টার যেন তরুণ তুর্কী’। অভিনেত্রীর ক্যাপশনে লেখা- ‘এই মুহূর্তটার স্বপ্নই তো দেখতাম।’ বলাই বাহুল্য, টেলিপর্দার নায়িকা আপাতত সপ্তম স্বর্গে। আর সেই ব্লকবাস্টার ছবি দেখেই অনুরাগীরা তুলনা টানলেন ‘খাদান কিশোরী’ ইধিকা পালের সঙ্গে। কারণ ‘খাদান’ রিলিজের পর থেকেই দেব-ইধিকা জুটি চর্চার শিরোনামে। উপরন্তু মহাতারকার ‘রঘু ডাকাত’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। এবার ‘প্রজাপতি ২’ ছবির কাস্টিংয়ে ইধিকার বাদ পড়া নিয়ে বহু জল্পনা শোনা গেলেও শেষমেশ আবারও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ছবিতে অভিনেত্রী। অনুরাগীদের একাংশের মত আবার, ইধিকা নাকি লাক ফ্যাক্টর! চর্চা অন্তহীন। তবে এবার দেবের পাশে জ্যোতির্ময়ীকে দেখে ধন্দে পড়েছেন অনুরাগীরা। স্বাভাবিকভাবেই দেব-ইধিকা জুটির সঙ্গে তুলনা শুরু হয়েছে দেব-জ্যোতির্ময়ী জুটির। পাল্লা ভারী কোন দিকে?
নেটভুবনের একাংশের মত, ‘এই নতুন জুটি বক্স অফিসে ম্যাজিক দেখাবে।’ আবার ‘কিশোরী’ ভক্তদের মন্তব্য, ‘ইধিকার সঙ্গে জুটি হিট বলেই আবারও প্রজাপতি সিক্যুয়েলে ডাক পেয়েছেন তিনি।’ সবমিলিয়ে দেবের বিপরীতে ‘নায়িকা’ নিয়ে শোরগোলের অন্ত নেই। তবে দর্শকরা যে দেব-জ্যোতির্ময়ীর মিষ্টি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেটা সোশাল পাড়ায় চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে। গত ৫ জুলাই থেকে লন্ডনে জোরকদমে চলছে ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। বাবা-ছেলের ভূমিকায় আগেই মিঠুন-দেবের লুক প্রকাশ্যে এসেছিল। এবার জ্যোতির্ময়ী যেন কাস্টিংয়ে একরাশ ঠান্ডা বাতাস নিয়ে হাজির হলেন মধ্যমণি হিসেবে। কীভাবে দেবের নায়িকা হলেন তিনি? জানা গিয়েছে, অভিজিত্ সেনের মাধ্যমেই জ্যোতির্ময়ী যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। পর পর ধারাবাহিকে কাজ করতে চাননি তিনি। তাই বড়পর্দায় বড় ব্রেকের জন্য ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করছিলেন। সেই প্রেক্ষিতেই প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ। প্রযোজকেরও মনে গেঁথে গিয়েছিল জ্যোতির্ময়ীর কথা। পরবর্তীতে ‘প্রজাপতি ২’ ছবির নায়িকার ভূমিকায় তাঁকে মানানসই দেখে ডাক পড়ে জ্যোতির্ময়ীর। এবার টেলিপর্দার সেই অভিনেত্রীই লন্ডনে দেবের সঙ্গে শুটিং শুরু করে স্বপ্নপূরণের কথা জানালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.