Advertisement
Advertisement
Prosenjit Chatterjee

মুম্বইতে থাকা সত্ত্বেও আম্বানিদের রিসেপশনে অনুপস্থিত প্রসেনজিৎ! নতুন হিন্দি ছবির কাজে ব্যস্ত?

মুম্বইতে 'ইন্ডাস্ট্রি'র দাপট, ফের বলিউড ছবিতে প্রসেনজিৎ, নেপথ্যে ডাকসাইটে পরিচালক।

Prosenjit Chatterjee about to start his new Bollywood project soon

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:July 15, 2024 5:30 pm
  • Updated:July 15, 2024 5:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন ঘন মুম্বই পাড়ি দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘ইন্ডাস্ট্রি’র সোশাল পাড়ায় উঁকি দিলেই মায়ানগরীর ইতি-উতির ঝলক চোখে পড়ে। আর সেসব দেখেই ভক্তদের প্রশ্ন, তিনি কি এখন বলিউডেই বেশি মনোনিবেশ করতে চাইছেন? সেই উত্তর অধরা থাকলেও এবার জব্বর খবর হল, আবারও বলিউড সিনেমায় দেখা যাবে টালিগঞ্জ স্টুডিওপাড়ার ‘ইন্ডাস্ট্রি’কে। রবিবার নতুন ছবির নির্মাতাদের সঙ্গে কথা বলতে মুম্বই উড়ে গিয়েছেন প্রসেনজিৎ।

Advertisement

টলিপাড়ার অন্দরমহলে অবশ্য এমনটাই খবর। রবিবার সকালে নুসরত জাহানের ইনস্টাগ্রামে প্রসেনজিতের ঝলক পাওয়া গিয়েছিল। আম্বানিদের বিয়েতে তিনিও আমন্ত্রিত ছিলেন কিনা, সেই উত্তর অধরা থাকলেও জানা গিয়েছে, নতুন হিন্দি ছবির কাজেই তিনি মুম্বইতে পা রেখেছেন। শেষবার বছর খানেক আগে বলিউড সিনেমা ট্রাফিক-এ দেখা গিয়েছিল অভিনেতাকে। সেই ছবিতে প্রসেনজিতের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়ও ছিলেন। তার পর অবশ্য, ২০২৩ সালে ‘স্কুপ’ এবং ‘জুবিলি’ ওয়েব সিরিজের সুবাদে নতুন করে বলিউডের পরিচালক-প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কোথাও বলিউডের ডাকসাইটে প্রযোজকের ভূমিকায় আবার কোথাও তদন্তকারী সাংবাদিকের ভূমিকায় নজর কেড়েছেন। এছাড়াও নীরজ পাণ্ডের ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টলিউড সুপারস্টার। যে সিরিজের শুটিং খানিকটা কলকাতায় সেরেও ফেলেছেন তিনি।

[আরও পড়ুন: বডি শেমিংয়ের শিকার অনন্ত! ‘ভালোবাসা অন্ধ নয়’, নবদম্পতির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের জবাব রুক্মিণীর]

জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নতুন হিন্দি সিনেমার নেপথ্যে রয়েছেন ডাকসাইটে পরিচালক এবং প্রযোজক। আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে শুটিং। তারকাখচিত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘স্পিকটি নট’!

[আরও পড়ুন: আম্বানিদের রাজকীয় আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরত, রিসেপশন থেকে ফিরে কী বলছেন টলিউড জুটি?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ