Advertisement
Advertisement
Prosenjit Chattejee wishes Raghu Dakat

‘দেব আমার ছোট ভাই’, ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে এসে স্নেহাশিস ‘ভবানী পাঠক’ প্রসেনজিতের

'আমরা বাংলা সিনেমার সৈনিক', দেবের 'রঘু ডাকাত'-এর ট্রেলারের মঞ্চে বড় বার্তা 'ভবানী পাঠক' প্রসেনজিতের।

Prosenjit Chatterjee at Raghu Dakat trailer launch, wishes Dev
Published by: Sandipta Bhanja
  • Posted:September 20, 2025 6:21 pm
  • Updated:September 20, 2025 6:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার ইতিহাসে সম্ভবত প্রথমবার! এক মেগাস্টারের পুজো রিলিজের প্রচারে হাজির আরেক মেগাস্টার, যাঁর নিজের সিনেমাও রিলিজ করছে এই পুজোতেই। সদ্য ফিল্মি কেরিয়ারের কুড়ি বছরে পা রেখেছেন দেব। বিগত দু’ দশকে টলিউডের পোড় খাওয়া অভিনেতা থেকে তাঁর মহাতারকা হয়ে ওঠার সাক্ষী খোদ ‘ইন্ডাস্ট্রি’। শনিবার সেই প্রেক্ষিতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে স্নেহাশিস, শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২৬ সেপ্টেম্বর যাঁর নিজের সিনেমা ‘দেবী চৌধুরানী’ও রিলিজ করছে ‘রঘু ডাকাত’-এর সঙ্গেই। পুজো রিলিজের ‘হল দখল’ গুঞ্জনের মাঝেই দেবের সিনেমার প্রচার অনুষ্ঠানে খোদ ‘ইন্ডাস্ট্রি’র এহেন উপস্থিতি যে বাংলা সিনেমার জন্য ইঙ্গিতপূর্ণ, তা বলাই বাহুল্য।

Advertisement

প্রসেনজিতের কথায়, “রঘু ডাকাত শুধু দেবের ছবি নয়। এটা আমাদের সবার ছবি।” ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনুরাগীদের শারদ শুভেচ্ছা জানিয়ে ‘ভবানী পাঠকে’র মন্তব্য, “ইন্ডাস্ট্রির প্রায় সকলে এখানে উপস্থিত। আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি। বাংলা সিনেমার উদযাপনেই জড়ো হয়েছি। ব্যক্তিগতভাবে আমার পথ চলা শুরু ৪২ বছর আগে। আজও তোমাদের সকলের ভালোবাসা পাই। তবে আজকে আমি এখানে এসেছি দু’জন মানুষের জন্য। একজন আমার ছোটভাই দেব। যে বিগত ২০ বছর ধরে তোমাদের আনন্দ দিয়ে আসছে। পরিচালকদের হাত ধরে আমাদের যাদের পর্দায় দেখা যায়, তাঁরা সকলেই দর্শককে বিনোদিত করার মন্ত্রে বিশ্বাসী। দেব যেভাবে বিভিন্ন রকম ছবি করে তোমাদের আনন্দ দিয়ে যাচ্ছে, আমার আশীর্বাদ, ভালোবাসা, অনেক শুভেচ্ছা ওকে, যাতে আগামী ৩০ বছরও একইভাবে তোমাদের আনন্দ দিতে পারে।”

‘রঘু’র মঞ্চে হাজির হয়ে আরও একবার ‘ভবানী’র মুখে বাংলা সিনেমার জয়গান। ঠিক যেভাবে মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশবিরোধী সংগ্রামে হয়েছিলেন রঘু ডাকাত কিংবা ভবানী পাঠক, ঐতিহাসিক সেই চরিত্রগুলিই যেন বাস্তবের মঞ্চে মিলেমিশে একাকার! প্রসেনজিতের সংযোজন, “ঠিক এভাবেই আমাদের ভালোবাসবেন। পুজোয় চারটে বাংলা ছবি আসছে। সেই চারটে সিনেমাই দেখবেন। বাংলা ছবি যেন সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে।” প্রসেনজিতের মন্তব্য, “এটা এসভিএফ বা দেবের অনুষ্ঠান নয়, এটা আমাদের অনুষ্ঠান, তাই আমি আজ এখানে এসেছি। আগে ৩০ লক্ষ টাকায় একটা বাংলা সিনেমার শুটিং হত, সেখানে এই বাজেটে প্রচার অনুষ্ঠান হচ্ছে। এর জন্য শ্রীকান্ত, মহেন্দ্র সিং সোনিকে ধন্যবাদ। আমরা সকলেই বাংলা সিনেমার সৈনিক।” উল্লেখ্য, অনুষ্ঠানের দর্শকাসনে দেখা গেল, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত-সহআর অনেককে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ