সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন নতুন ট্রেন্ড। মহাতারকারা একে অপরের ছবিতে এসে চমক দিচ্ছেন। এই যেমন শাহরুখের ‘পাঠান’ ছবিতে এলেন সলমন। পালটা ‘টাইগার ৩’ -তে এলেন শাহরুখ। ‘টাইগার ৩’-এর ক্লাইম্য়াক্সে এলেন হৃতিকও। যদি টলিউডে এমনটা হয়?
হ্যাঁ, সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের হ্য়ান্ডসাম নায়ক জিৎকে। প্রশ্ন ছিল, একফ্রেমে কি দেখা যাবে দেব-জিৎ ও প্রসেনজিৎকে?
জিতের কথায়, একবার মুম্বই যাওয়ার পথে ”বুম্বাদা (প্রসেনজিৎ)-এর সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনও আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এরকম ছবি হতেই পারে। তবে কেমিও নয়। বরং তিনজনেরই থাকবে জবরদস্ত চরিত্র। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।”
এর আগে একই ছবিতে কাজ করেছেন দেব ও জিৎ। ছবির নাম দুই পৃথিবী। অন্যদিকে, জুলফিকার ও কাছের মানুষ ছবিতে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে। এবার পালা তিন সুপারস্টারের একসঙ্গে। টলিপাড়ায় এই নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তার ইঙ্গিত রয়েছে জিতের কথাতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.