Advertisement
Advertisement
Maalik

বাংলা ছবির পর রাজকুমার রাওয়ের ‘মালিক’-এ দুঁদে পুলিশের চরিত্রে, কী বললেন প্রসেনজিৎ?

প্রবীর রায়চৌধুরির থেকে কতটা আলাদা এই চরিত্র?

prosenjit chatterjee in bollywood film maalik with rajkumar rao
Published by: Arani Bhattacharya
  • Posted:July 1, 2025 3:39 pm
  • Updated:July 1, 2025 4:16 pm  

বিদিশা চট্টোপাধ্যায়: টলিউডে তাঁর অবদান বলে শেষ করার নয়। তিনি ‘ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির দুঃসময়ে পরিবারের জ্যেষ্ঠপুত্রের মতোই তুলে নিয়েছিলেন ইন্ডাস্ট্রির গুরুভার। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতে তাঁর দাপুটে অভিনয় দেখার জন্য মুখিয়ে আপামর বাংলা ছবির দর্শক। এবার বলিউডের নতুন ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর এবারও এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন তিনি। ইতিমধ্যেই টলিউডে ‘বাইশে শ্রাবণ’ ও ‘দশম অবতার’ ছবির পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরির মতো কাল্ট চরিত্রে দেখেছেন তাঁকে। নতুন ছবিতেও কি সেই ধারা অব্যাহত থাকবে?

Advertisement

সম্প্রতি মুম্বইতে নিজের নতুন ছবির সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর আগামী হিন্দি ছবি ‘মালিক’-এর প্রচারে এদিন পরিচালক পুলকিত ও অভিনেতা রাজকুমার রাও ছাড়াও ছবির গোটা টিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তিনি। এই ছবিতে দেখা যাবে একদিকে বাংলার ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একদিকে বাংলার জামাই রাজকুমার রাওকে। এদিন অনুজ রাজকুমারের প্রশংসায় পঞ্চমুখ হন প্রসেনজিৎ। প্রশংসা করেন পরিচালক পুলকিতেরও। বলেন, “আমি তখন মুম্বইতে একটা অন্য ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। তখন আমার কাছে এই ছবির জন্য ফোন আসে। তারপর পুলকিতের সঙ্গে দেখা করি। ওঁর ছবির গল্প বলার ধরণ, কাজের প্রতি ভালোবাসা দেখে মনে হয়েছিল ও প্রমাণ করে দেবে ও কোন মাপের পরিচালক। তিরিশ মিনিট আলাপচারিতার পর আমি বলি যে আমি কাজটা করছি।” অন্যদিকে রাজকুমার রাও প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, “রাজকুমারের কথা না বললেই নয়। ও ভীষণ ভালো একজন অভিনেতা। ও বরাবর আমাদের ওর অভিনয়ের মাধ্যমে গর্বিত করেছে। এবারেও ওর চরিত্রে মন দিয়ে অভিনয় করেছে।”

এদিন মুম্বইতে ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলনে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে এই ছবি নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে বলেন প্রসেনজিৎ বলেন, “আমি বহু পুলিশের চরিত্রে অভিনয় করেছি। বিশেষ করে ‘বাইশে শ্রাবণ’ ও ‘দশম অবতার’-এর প্রবীর রায়চৌধুরি হল তার মধ্যে কাল্ট চরিত্র। দর্শক আমাকে এই দুই ছবির পুলিশের চরিত্রের জন্য আজও মনে রেখেছে। আমার মনে হয়। এই চরিত্রটাও সেরকম একটা পুলিশের চরিত্র। এতেও বহু চমক আছে। কিন্তু এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি গোটা ছবির মতোই এই চরিত্রটাতেও বহু টুইস্ট থাকবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘মালিক’-এর ট্রেলার। অ্যাকশনে ভরপুর এই ছবিতে রয়েছে বহু চমক। একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। যিনি নিজের ভাগ্য নিজে লেখেন। কপালে নিয়ে না জন্মালে চাহিদামতো সবটা অর্জন করে নিতে হবে এমনটাই বলতে শোনা যাচ্ছে রাজকুমারকে। ক্রমে তিনি হয়ে ওঠেন ‘মালিক’। বরাবরের মতোই এই ছবিতেও পর্দায় ম্যাজিক দেখাবেন তিনি একথা বলাই বাহুল্য। ট্রেলার দেখে একমুহূর্ত চোখ ফেরানো যায় না। টানটান উত্তেজনা থাকবে এই ছবিতে তা আন্দাজ করাই যাচ্ছে। আগামী ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘মালিক’।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement