Advertisement
Advertisement
Scoop Trailer

সাংবাদিক খুনে অভিযুক্ত সাংবাদিকই, ওয়েব সিরিজ ‘স্কুপ’-এর ট্রেলারে চমক প্রসেনজিতের

কবে, কোথায় দেখা যাবে সিরিজটি?

Prosenjit Chatterjee, Karishma Tanna, Harman Baweja starrer Scoop Trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 15, 2023 3:23 pm
  • Updated:May 15, 2023 3:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের জালে খোদ সাংবাদিক। নেপথ্যে আন্ডারওয়ার্ল্ড। এমনই গল্প দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নতুন হিন্দি ওয়েব সিরিজ। হনসল মেহেতা পরিচালিত ‘স্কুপ’-এর টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার।

Advertisement

Prosenjit-Scoop

এর আগে আমাজন প্রাইমের ‘জুবিলি’তে সিনেদুনিয়ার প্রভাবশালী ব্যক্তি শ্রীকান্ত রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। এখানে তিনি হয়েছেন সিনিয়ার ক্রাইম রিপোর্টার জয়দেব সেন। সিরিজে মুখ্য চরিত্র জাগ্রুতি পাঠক। সেই চরিত্রে অভিনয় করেছেন করিশ্মা তান্না (Karishma Tanna)। এছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হরমন বাওয়েজা, মহম্মদ জিশান আয়ুব, দেবেন ভোজানির মতো অভিনেতারা।

[আরও পড়ুন: ‘আপনি দেশদ্রোহী!’ জাতীয় সংগীতের সময় না দাঁড়নোয় কটাক্ষের শিকার পরিচালক সোনালি বসু]

ট্রেলারে যেটুকু কাহিনির আভাস পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী ক্রাইম রিপোর্টার থেকে খুব কম সময়ে ডেপুটি ব্যুরো চিফ হয়ে যায় জাগ্রুতি। সিনিয়ার ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কও দেখা যায়। এমন পরিস্থিতিতে নানা ওরফে ছোটা রাজনের ফোন আসে জাগ্রুতির কাছে। আচমকা খুন হয়ে যায় জয়দেব। তাঁর খুনের অভিযোগে জাগ্রুতি পৌঁছে যায় জেলে।

Prosenjit-1

সংবাদমাধ্যমের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের কাহিনিও নতুন সিরিজে তুলে ধরেছেন পরিচালক হনসল মেহতা। জুন মাসের দুই তারিখ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘স্কুপ’ (Scoop)। জিগনা ভোরার লেখা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে লেখা হয়েছে চিত্রনাট্য।

[আরও পড়ুন: বাংলা সিনেমার টানে হলমুখী দর্শক, বক্স অফিসে দুরন্ত ইনিংস ‘ফাটাফাটি’, ‘দ্য একেন’-এর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ