Advertisement
Advertisement

Breaking News

Prosenjit Chatterjee

হিন্দি ছবির প্রচারে বাংলায় প্রশ্ন করা নিয়ে উপহাস! বিতর্কের মুখে কী সাফাই প্রসেনজিতের?

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিতর্কিত সাংবাদিক সম্মেলনের ভিডিও।

Prosenjit Chatterjee opens up about the controversy inmaalik press conference

ছবি ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:July 10, 2025 12:08 pm
  • Updated:July 10, 2025 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ‘মালিক’ ছবির সাংবাদিক সম্মেলনে সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধির বাংলায় করা প্রশ্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পালটা প্রশ্ন তোলেন, “এখানে বাংলায় কথা বলার কী দরকার?” ঝড়ের গতিতে সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। প্রশ্ন ওঠে, বাঙালি অভিনেতাকে বাংলায় প্রশ্ন করা যাবে না কেন? আঞ্চলিক ভাষায় কথা বলা নিয়ে ‘হীনমন্যতা’র অভিযোগে নেটিজেনদের কটাক্ষের শিকার হন প্রসেনজিৎ। তুমুল বিতর্কে শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি। 

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় পোস্টে অভিনেতা লেখেন, “আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে মুম্বইয়ের সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই ইংরেজিতে কথা বলছিলেন। অনেকেই সেখানে বাংলা বোঝেন না। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না।যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেক বেশি তাই এই মন্তব্য করেছিলাম। আমার এই কথায় অনেকে আঘাত পেয়েছেন। আমিও পেয়েছি। আমার কথা ভুলভাবে পৌঁছেছে সকলের কাছে।”

ওই পোস্টে প্রসেনজিৎ আরও লেখেন, “অনেকেই আমার কথায় আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে তা আমি ভাবতেও পারিনি। ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্য আমি বোঝাতে পারিনি। নিজের মাতৃভাষাকে অপমান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা। আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। আমার কথায় আঘাত লাগলে আমি তার জন্য দুঃখিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement