সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, বাংলা ছবির অন্যতম হিট। যা তৈরি করেছিল এক মাইলস্টোন। জামাইষষ্ঠীর প্রাক্কালে সেই নস্ট্যালজিয়াই ফিরে এল ফের প্রেক্ষাগৃহে। মাঝে কেটে গিয়েছে ২৫ বছর। টলিউডের হিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার হিট ছবির রি-রিলিজ হল শুক্রবার। স্পেশাল শো-তে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা-সহ একঝাঁক তারকা। ছবির জনপ্রিয় ‘চোখ তুলে দেখো না’ গানে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
২০০০ সাল। বাংলা সিনেমার পর্দায় ঝড় তুলে দিয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বুম্বা-ঋতুর জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। উত্তম-সুচিত্রা পরবর্তী অধ্যায়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকার অর্জন করেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। ফলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটির নতুন করে প্রেক্ষাগৃহ সফর নিয়ে যে সিনেপোকাদের আলাদা উন্মাদনা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ দু’দশক পেরিয়ে ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ গানটি আজও ততটাই দর্শক-শ্রোতাদের প্রিয়। সিনেমার রি রিলিজে নস্ট্যালজিক তারকা জুটি। বুম্বা-ঋতু দুজনেই ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে।
View this post on Instagram
বাংলা ছবির ব্যবসায় জোয়ার এনেছিল সে সময়। হল উপচে পড়েছিল দেদার দর্শকের উন্মাদনায়। শুধু তাই নয়, এই ছবির পরে যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে টলিউডে ‘প্রসেনজিৎ-ঋতুপর্ণা’ জুটি। ২৫ বছর পরেও তাঁদের সেই ছবি স্বমহিমায়। রি-রিলিজে প্রমাণিত হল। দিনরাত এক করে ছবির শুটিং করেছিল গোটা টিম। আর কথায় বলে পরিশ্রমের ফল হাতেনাতে পাওয়া যায়। তাই বোধহয় এই ছবির ফল এতটা দীর্ঘমেয়াদী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.