Advertisement
Advertisement

Breaking News

Trishanjit Chatterjee

বাবা-ঠাকুরদার পথেই পা! ফিল্মি দুনিয়ায় অভিষেক হচ্ছে প্রসেনজিৎপুত্র তৃষাণজিতের

ফিল্মি দুনিয়ায় অভিষেক হচ্ছে 'টলিউড প্রিন্স' তৃষাণজিতের।

Prosenjit Chatterjee's son Trishanjit Chatterjee to debut in Tollywood
Published by: Sandipta Bhanja
  • Posted:October 2, 2025 3:17 pm
  • Updated:October 2, 2025 3:26 pm   

স্টাফ রিপোর্টার: বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার সুপারস্টার। ভালোবেসে টলিউড এবং অনুরাগীমহল যাঁকে ‘ইন্ডাস্ট্রি’ বলেই সম্বোধন করেন। কারও কাছে তিনি আবার ‘ইন্ডাস্ট্রির জেষ্ঠপুত্র’। মা অর্পিতা চট্টোপাধ্যায়ও সু-অভিনেত্রী এবং গায়িকা। এহেন তারকা দম্পতির পুত্রসন্তান যে ভবিষ্যতে সেলুলয়েডে পা রাখবেন, সেটা বোধহয় ‘বিধির লিখন’ই ছিল। ঘোষণার অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরাও। এবার খবর, ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মা অর্পিতার পথে হেঁটেই ফিল্মি দুনিয়ায় অভিষেক করতে চলেছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement

যদিও ইতিউতি গুঞ্জন ছিলই চারদিকে। অবশেষে সেই জল্পনায় পড়ল সিলমোহর। জানা গেল, বাংলা চলচ্চিত্র জগতের ‘আইকন’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়। তাঁকে সেলুলয়েডে আনছে প্রযোজনা সংস্থা এসভিএফ। সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এবছরই শুরু হতে চলেছে শুটিং। শুধু তাই নয়, মিশুকের ঠাকুরদা বিশ্বজিতের মেয়ে সম্ভাবী চট্টোপাধ্যায়ও অভিনয়ে নামছেন। তিনি পরিচালক বাবার আগামী ছবি ‘অগ্নিযুগ দ্য ফায়ার’-এ অভিনয় করবেন। প্রসঙ্গত, দিন কয়েক ধরে বাতাসে খবর ভাসছিল যে, সিনেমায় হাতেখড়ি হচ্ছে প্রসেনজিৎ-পুত্রের। কিন্তু এ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সম্প্রতি পুজোর আগে, ‘দেবী চৌধুরাণী’ ছবির প্রচারের সময় মিশুকের অভিনয়ে আসার প্রসঙ্গ উত্থাপন হলে অস্বীকার করেননি প্রসেনজিৎ। যদিও জানাননি পরিচালক বা প্রযোজনা সংস্থার নাম।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর অষ্টমীর দিন ছিল প্রসেনজিতের জন্মদিন। আর ১ অক্টোবর প্রসেনজিতের স্ত্রী, অর্পিতার জন্মদিন। ঠিক এমন দিনেই সুখবর জানা গেল। খবর, নাতির সিনেমায় আসার সিদ্ধান্ত উপলক্ষে ঠাকুরদা তাঁর নামে এবছরের দুর্গাপুজোয় বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। আর সেই যজ্ঞের অনুষ্ঠানে মা অর্পিতার সঙ্গে অংশ নিয়েছেন তৃষাণজিৎও। প্রতি বছরই অবশ্য মুম্বইয়ের পুজোয় অংশ নেন অর্পিতা। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখাশোনা করেন তিনি। এবছরের পুজোয় উপস্থিত ছিলেন পরিচালক রাকেশ রোশন। সপরিবারে এসেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ