ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় আর্থিক জালিয়াতির মুখে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যতই ভেঙে পড়েছেন তিনি ও তাঁর তাঁর স্বামী কুণাল বর্মা। তবে সেই সঙ্গে জানিয়েছেন আবার নতুন করে শুরু করতে হবে সবটা।
তাঁরা জানিয়েছেন, বিগত ২-৩ মাস ভীষণ সমস্যার মধ্যে দিন কাটাতে হয়েছে। এরপরে কী করবেন কোনও কিছু সম্পর্কেই তাঁদের কোনও ধারণা নেই। কিন্তু হাল ছেড়ে দিতে একেবারেই নারাজ পূজা ও কুণাল। মনের জোর রেখে আবারও সবকিছু নতুন করে শুরু করবেন তাঁরা।
কিন্তু কীভাবে এমন জালিয়াতির কবলে পড়লেন তাঁরা? জানা যাচ্ছে, তিন বছর ধরে নাকি এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁদের। অভিযোগ, সেই বন্ধুত্বের ‘টোপ’ দিয়েই তিনি প্রতারণা করেছেন। সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, “অনেক টাকা জালিয়াতি হয়েছে আমার। অনেক কষ্টের উপার্জনের টাকা। জানি না কীভাবে আবার সবকিছু আগের মতো হবে। আমাদের আগামী কাজগুলিতে আমাদের পাশে থাকুন। যাতে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি।” তবে এসবের পরেও সেই ব্যক্তির নাম ও খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি তাঁরা।
বাংলা ছবির দুনিয়ায় পূজা বন্দ্যোপাধ্যায় পরিচিত নাম। একসময়ে বাণিজ্যিক বাংলা ছবিতে নিয়মিত তাঁকে পেতেন দর্শক। পরবর্তীতে পূজা কাজ করছেন মুম্বইতেও। তারপর সন্তান কৃশিবের জন্মের পর কাজ থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন। তারপর ফের বিনোদন দুনিয়ায় ফিরেছেন স্বমহিমায়। বাংলা সিরিজ থেকে বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে থেকে দায়িত্ব সামলানো সবটাই করেছেন পূজা। সোশাল মিডিয়াতেও তিনি যথেষ্ট সক্রিয়। তাঁর এই বিপদের খবরে মন খারাপ তাঁর অনুরাগীদেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.