Advertisement
Advertisement
Pushpa 2 Premiere

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, আশঙ্কাজনক তাঁর ছেলে

‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’।

Pushpa 2 Premiere: Woman dies at premiere show in Hyderabad
Published by: Akash Misra
  • Posted:December 5, 2024 9:57 am
  • Updated:December 5, 2024 9:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটিবার প্রিয় নায়ককে সামনে থেকে দেখবেন, এমনটাই ছিল ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছেই যে প্রাণ কেড়ে নেবে, তা আন্দাজও করতে পারেননি হায়দরাবাদের এক মহিলা। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে (Pushpa 2 Premiere) ভিড়ের চাপে প্রাণ গেল এক মহিলার। আর তাঁর ছোট্ট ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার মুক্তি পেল আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। ভিড়ের চাপল, যখন থিয়েটারের সামনে এন্ট্রি নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা হল শুরু। এই পরিস্থিতিতেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হল ৩৯ বছর বয়সি এক মহিলার।

অনুরাগীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও বেশিক্ষণ থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। চটজলদি থিয়েটার ছাড়েন তিনি। ভিড় উপচে পড়ে তাঁর গাড়ির উপরও।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ