সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’, এই সংলাপ মাতিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় বুঁদ ছিলেন সিনেপ্রেমীরা। এখন ‘পুষ্পা ২’ (Pushpa The Rule) মুক্তির অপেক্ষা। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু, ভক্তদের যেন তর সইছে না! পয়লা ঝলক দেখার অপেক্ষায় চাতক পাখির দশা হয়েছিল ভক্তদের। অবশেষে প্রতীক্ষার অবসান। নিজের জন্মদিনেই ‘পুষ্পা ২’র টিজার প্রকাশ্যে আনলেন আল্লু অর্জুন (Allu Arjun)।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে। সোমবার সকালে সিনেমার পয়লা ঝলক দেখে প্রত্যাশার পারদ আরও চড়ল বইকী!
ফার্স্টলুকের মতোই টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র (Gangamma Thalli) অবতারে দেখা গেল। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। সেই লুকের জন্য নীল শাড়ি পরে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স দেখালেন আল্লু অর্জুন। ছবির এক মোড় ঘোড়ানো অংশকেই টিজার হিসেবে সামনে আনলেন দক্ষিণী সুপারস্টার।
I thank each and everyone of you for the birthday wishes! My heart is full of gratitude. Please take this teaser as my way of saying thank you!
— Allu Arjun (@alluarjun)
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। পয়লা ঝলকেই বুঝিয়ে দিল যে ‘পুষ্পা ২’ চব্বিশের বক্স অফিসে রাজত্ব করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.