সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো বাজেট নেই বটে, তবে পুজোর বক্সঅফিসে বাংলা সিনেমার ক্যাশবাক্সে দেবী লক্ষ্মীর কৃপা বরাবর থাকে। ২০২৫ সালের পুজোয় রিলিজ করছে চারটি বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা- ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। ইতিহাসনির্ভর দুই মেগাবাজেট সিনেমার ঝলকের পাশাপাশি ‘রক্তবীজ ২’-এর টিজারও শোরগোল ফেলেছে ইতিমধ্যে। পুজোর পর্দায় একদিকে যখন ‘রঘু ডাকাত’-এর সুবাদে পর্দায় দেশপ্রেমের গাথা বুনবেন দেব, তখন পলিটিক্যাল থ্রিলার ‘রক্তবীজ ২’ ছবিতে খলচরিত্রে ধরা দেবেন অঙ্কুশ হাজরা। পয়লা ঝলকে ইতিমধ্যেই মুনির আলমের চরিত্রে সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা। আর সেই ঠান্ডা মাথার ভিলেনকে দেখেই বড় সার্টিফিকেট দেবের।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ ২’-এর টিজার। এবার আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিনহার সম্মুখ সমরে মুনির আলম ওরফে অঙ্কুশ। মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়দের নিয়ে পুজোর পর্দায় বড়চমক দিতে চলেছে উইন্ডোজ। আর সেই ছবিতেই ধূসর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নন্দিতা-শিবপ্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ হাজরা। ‘খলনায়ক’ মুনিরকে দেখে বেজায় খুশি দেবও। অতঃপর ‘মরশুমী’ বক্স অফিস প্রতিযোগিতা ভুলে অঙ্কুশের পিঠ চাপড়াতেও ভুললেন না ‘রঘু ডাকাত’। অগ্রজের মতোই প্রশংসা করে লিখলেন, “টিজারটা খুব ভালো লেগেছে ভাই। টিমের সকলকে আমার শুভেচ্ছা রইল।” অঙ্কুশ কি দেবের পুজো রিলিজ দেখবেন? এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন, “পুজোর সময় অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। সব সিনেমার প্রিমিয়ারেরই আমন্ত্রণ থাকে। ফলে সব ছবিই দেখা হয়ে যাবে।”
প্রসঙ্গত, চব্বিশ সালে তিন-তিনটে বহু প্রতীক্ষিত সিনেমার লড়াইয়ে দেব-সৃজিতের ‘টেক্কা’ এবং আবির-শিবপ্রসাদের ‘বহুরূপী’র ব্যবসা টলিউড চাঙ্গা করেছিল। তবে উল্লেখ্য, পুজোর মরশুমে চার-চারটে সিনেমা রিলিজে টলিউডের ভাগ্য বরাবর সহায় থেকেছে। তার প্রমাণ ২০২৩ সাল। ‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’র দৌলতে বাংলা সিনেমার ভাঁড়ারে উপচে পড়া লক্ষ্মীলাভ। এবার পঁচিশের দুর্গাপুজোতেও ঠিক একইরকমভাবে মুক্তি পাচ্ছে চার-চারটে বাংলা সিনেমা। কাকতালীয় মনে হলেও পুজোর মরশুমে যতবার প্রথমসারির তারকাখচিত চার বাংলা ছবি রিলিজ করেছে, ততবার ক্যাশবাক্স উপচে পড়েছে। এবারও তেমনটাই আশা করা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.