Advertisement
Advertisement
Raha Kapoor

ছোট্ট রাহার মুখে মিষ্টি বুলি, ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

সোশাল মিডিয়ায় ভাইরাল ঠাকুমা-নাতনির খুনসুটির ভিডিও।

Raha Kapoor gives a Cute reaction as she meets Neetu Kapoor, video goes viral
Published by: Suparna Majumder
  • Posted:September 16, 2024 4:21 pm
  • Updated:September 17, 2024 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মের প্রায় দুবছর হতে চলল। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার মুখে এখন আধো বুলি। আর তা বড্ড আদুরে। সম্প্রতি রাহাকে (Raha Kapoor) নিয়ে মুম্বই ছেড়েছেন রণবীর-আলিয়া। যাওয়ার আগের মুহূর্তে বিমানবন্দরে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন নীতু কাপুর (Neetu Kapoor)। ঠাকুমাকে দেখেই উচ্ছ্বসিত হয়ে যায় রাহা। বলে ওঠে কথা।

Advertisement

Nitu-Raha-1

রাহাকে নিয়ে বিমানবন্দরে ঢুকেছিলেন আলিয়া-রণবীর। সিকিউরিটি চেক চলছিল তাঁদের। চারপাশে ঘিরে ধরেছিল পাপারাজ্জি। তারকা দম্পতি ও ছোট্ট রাহার ছবি-ভিডিও করতে মুখিয়ে ছিলেন প্রত্যেকে। আচমকা আলিয়ার কোলে থাকা রাহার মুখে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করতে থাকে সে।

প্রথমে মনে করা হয়েছিল পাপারাজ্জির উদ্দেশেই রাহার এই ইশারা। অল্প সময়েই সকলের ভুল ভাঙল। আসলে ছেলে-বউমা ও নাতনিকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন নীতু কাপুর। ছেলেকে আলিঙ্গন করেন তিনি। আলিয়ার দুই গালে চুমু খেয়ে করেন আদর। তার পর রাহার সঙ্গে শুরু হয় নীতুর খুনসুটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ভিডিও দেখে যেটুকু দেখা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, ঠাকুমাকে দেখেই ছোট্ট রাহা উচ্ছ্বসিত হয়ে যায়। বলতে থাকে  ‘কত্ত ছবি তোলা হচ্ছে।’ নীতু কাপুরও খেলার ছলে নাতনির এই কথায় সায় দেন। তবে ঠাকুমা-নাতনির এই কথোপকথন বেশি সময় ধরে চলেনি। রাহাকে নিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান আলিয়া-রণবীর। নীতু বাইরে থেকেই তাঁদের বিদায় জানান। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement