Advertisement
Advertisement
Rahul Arunodoy Banerjee

অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে ‘বিড়ম্বনা’য় রাহুল, কেন চটলেন অভিনেতা?

রাহুলের ছবি ঘিরে সোশাল মিডিয়ায় ঝড়!

Rahul Arunodoy Banerjee 'ironically' reacts to Anil Chatterjee's death anniversary, actor gets angry
Published by: Manasi Nath
  • Posted:March 17, 2025 6:08 pm
  • Updated:March 17, 2025 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি ঘিরে সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। যদিও সেই ছবি অভিনেতার নিজের পোস্ট করা নয়। বরং নেটদুনিয়ার দৌলতে সেই ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই ছবি ঘিরেই বিভ্রান্তির শিকার অভিনেতা। কী এমন ছিল সেই ছবিতে?

Advertisement

আজ, সোমবার প্রয়াত অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। দিনটিকে স্মরণ করে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায় অনিল চট্টোপাধ্যায়ের বদলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের ছবি ব্যবহার করা হয়েছে! কীভাবে এমন ভুল সম্ভব? ছবি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পরই এ বিষয়ে নিজের সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেতা রাহুল।

ছবিটি নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘অনিল চট্টোপাধ্যায় এর এতটা অসম্মান কি প্রাপ্য????’ রাহুল মনে করছেন, সার্চ ইঞ্জিনের সমস্যার কারণেই এহেন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে যে কারণেই এই ঘটনা ঘটে থাকুক না কেন রাহুলের অনুরাগীরা ক্ষোভ উগরে দিয়েছেন। অভিনেতার পোস্টের পর থেকেই নিন্দার ঝড় উঠেছে। অনিল চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাকে না চেনার জন্য রাহুলের মতো অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। এমনকী সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, উত্তম কুমারের সঙ্গে কাজ করা অভিনেতার ছবি পোস্ট করার বিষয়ে যে আরও সতর্ক হওয়া উচিত ছিল, সে কথাও বলছেন অনেকেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement