Advertisement
Advertisement
Raj Chakrabarty

‘চিকু’র জন্য মন খারাপ মিমির, সান্ত্বনা জানিয়ে কী লিখলেন রাজ?

পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার অন্যান্য তারকারাও।

Raj Chakrabarty wishes speedy recovery for Mimi Chakraborty's 'Chickoo' | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 1, 2021 7:01 pm
  • Updated:March 1, 2021 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। প্রিয় চিকুর চিকিৎসা করাতে চেন্নাই গিয়েছেন। সান্ত্বনা দিলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। টুইটারে লিখলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব শিগগিরিই যেন চিকু সুস্থ হয়ে ফিরে আসে।”
মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম সদস্য চিকু। চারপেয়ে প্রাণীটিকে নিজের সন্তানের মতো স্নেহ করেন অভিনেত্রী-সাংসদ। বড় ছেলে হিসেবে মানেন। ২৪ ফেব্রুয়ারি চিকুর ছবি পোস্ট করে টলিপাড়ার নায়িকা জানান, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। চিকুর শরীরে মারণ রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে। এখানকার চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। সেই কারণেই চিকিৎসা করাতে চেন্নাই পাড়ি দিয়েছেন মিমি। সেই ছবিও পোস্ট করেছেন টুইটারে।

Advertisement

[আরও পড়ুন: বাম-ISF জোটে ‘জিহাদি’ জন্ম নেওয়ার আশঙ্কা! বিস্ফোরক পোস্ট তসলিমা নাসরিনের]

চিকুর আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ করেছেন মিমি চক্রবর্তী। সেই খবর শেয়ার করেই টুইট করেছেন রাজ।
অতীতে রাজ-মিমির সম্পর্ক নিয়ে প্রচুর কানাঘুষো শোনা গিয়েছিল টালিগঞ্জের অন্দরে। কিন্তু মান-অভিমানের সেই পালা এখন অতীত। এখন একই রাজনৈতিক দলের সদস্য দুই তারকা। রাজ-শুভশ্রীর ছেলে যুবানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। পাঠিয়েছিলেন উপহার। সেই ছবি শেয়ার করে আবার ধন্যবাদও জানিয়েছিলেন শুভশ্রী। কঠিন এই সময়ের বন্ধুর পাশে দাঁড়ালেন রাজও। চিকুর আরোগ্য কামনা করে মিমিকে সাহস জুগিয়েছেন অঙ্কুশ হাজরা, বিক্রম চট্টোপাধ্যায়, সত্রাজিৎ সেনের মতো তারকাও।

[আরও পড়ুন: বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement